BSF Work in Border: বিএসএফ যা করল গর্বে বুক ফুলে যাচ্ছে, তাঁরা সত্যি বন্ধু, বাঁচাল মাকে

।। প্রথম কলকাতা ।।

BSF Work in Border: তীব্র প্রসব বেদনায় কষ্ট পাচ্ছিলেন এক মহিলা। অসহায় পরিবার ছুটে যায় বিএসএফ জওয়ানদের কাছে। দেরি না করে দ্রুত সেই মহিলাকে নিয়ে ছুটে যান হাসপাতালে। জওয়ানদের তৎপরতায় স্যালুট জানাচ্ছে গোটা এলাকা। ভারতীয় জওয়ানরা আমাদের দেশের নায়ক। যারা নিজেদের প্রাণের মায়া করে না। দিনরাত এক করে পাহারা দিচ্ছে সীমান্ত। শত্রুদের থেকে রক্ষা করছে আমাদের দেশকে। এবার বিএসএফ জওয়ান এমন একটা কাজ করল, যা শুনলে আপনার মনটা ভালো হয়ে যাবে।

সীমান্ত এলাকায় যে জওয়ানরা দায়িত্বে রয়েছেন, তারা সব সময়ের জন্য মানুষের বিপদে পাশে দাঁড়ান। মালদায় সীমান্তের অন্তর্গত ১২ ব্যাটেলিয়নের সীমান্ত চৌকি তিলাসান এলাকায় অম্বিকা রায় এবং শ্রী সঞ্জয় রায়ের মেয়ের হঠাৎ প্রসব বেদনা শুরু হয়। মহিলার পরিবারের সদস্যরা অসহায় অবস্থায় সাহায্য চান সীমান্ত চৌকি তিলাসানের কোম্পানি কমান্ডারের কাছে। তারা দেরি না করে বিএসএফ অ্যাম্বুলেন্স সহ নার্সিং সহকারীকে পাঠান ওই মহিলার বাড়িতে। সেখান থেকে ওই মহিলাকে পরিবারের সদস্যসহ দ্রুত নিয়ে যাওয়া হয় বুলবুল চন্ডি হাসপাতালে। বিএসএফদের এমন দায়িত্ববোধ এবং তৎপরতা দেখে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ওই মহিলার পরিবার। বলেন, বিএসএফরা সবসময় অভাবী মানুষদের সাহায্য করেন। শুধু আজ নয়, সবসময়ের জন্যই তারা আন্তর্জাতিক সীমান্তে তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন। ঝড় জল হোক কিংবা দিন রাত, সাধারণ মানুষকে সাহায্য করতে তারা সর্বদা প্রস্তুত।

এই তো কয়েক মাস আগেই, বিএসএফের উদ্যোগে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর সঙ্গে বসেছিল একটা ফ্ল্যাগ মিটিং। উদ্দেশ্য একটাই, মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশী নাগরিককে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুরের ২৩ বছরের মোহাম্মদ ফিরে যায় তার বাড়িতে। মানসিকভাবে ভারসাম্যহীন ওই যুবক ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদের চলে এসেছিল। সাগরি বিবি নামক এক মহিলা তাকে ছেলের মত বাড়িতে নিয়ে যত্নে রাখেন। পরে সীমান্ত পেরিয়ে নিজের বাড়ি ফিরে যায় সে।

https://fb.watch/qB7SbCeK8Y/?mibextid=NTRm0r7WZyOdZZsz

এছাড়াও সীমান্ত এলাকায় সাধারণ মানুষের সাথে জন সংযোগ বাড়াতে, বিএসএফ নানা ধরনের কর্মসূচি পালন করে। কখনো বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে, কখনো বা বিভিন্ন খেলার আয়োজন করে। কচিকাঁচাদের মধ্যে বিতরণ করে বই খাতা। সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এনাদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ । এখন সীমান্তবর্তী এলাকায় চলাচলের ক্ষেত্রে বিএসএফের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের কিছু ভুল বোঝাবুঝিও ঘটে। আবার সেই সমস্ত দূরত্ব মিলিয়ে মানুষকে কাছে টানতে বিশেষ উদ্যোগ নেয় এই সীমান্ত রক্ষী বাহিনী। মাঝে মাঝে আয়োজন করে বিভিন্ন অনুষ্ঠান। যেখানে এলাকার সাধারণ মানুষকে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী। বিএসএফ শুধু দেশের রক্ষাকারী নয়, ভালো বন্ধুও।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version