।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার রেডরোডে কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। আজ বেলা বারোটা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে নেতাজির মূর্তিতে মাল্যদান হয়। আর তারপর সাইরেন ও শঙ্খধ্বনির মাধ্যমে উদযাপন করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এদিন মঞ্চে মুখ্যমন্ত্রীকে শাঁখ বাজিয়ে জন্মক্ষণে সুভাষচন্দ্র বসুকে (Subhas Chandra Bose) স্মরণ করতে দেখা যায়। আর তারপর একাধিক বিষয় নিয়ে নিজের বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।
শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপের নাম নেতাজি দিয়েছিলেন
কেন্দ্রের তরফ থেকে নেতাজির জন্মদিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। আর এই পরাক্রম দিবসে কেন্দ্রের তরফ থেকে আন্দামান ও নিকোবরের একুশটি দ্বীপের নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই নামকরণ করা হয় ২১ জন পরমবীর চক্র সম্মান প্রাপকদের নাম অনুসারে। এই আবহে মুখ্যমন্ত্রী জানান, “শহীদ দ্বীপ স্বরাজ দ্বীপের নাম নেতাজি দিয়েছিলেন। অন্য কেউ দেননি। যোজনা কমিশন তৈরি করেছিলেন নেতাজি, তা তুলে দেওয়া হয়েছে”। তাঁর মতে অতীতের রাজনীতিতে ছিল মাধুর্য।
সুফল বাংলার উদ্বোধন
রাজ্য সরকারের তরফ থেকে সুফল বাংলা (Sufal Bangla) কর্মসূচি শুরু করা হয়েছিল। এই কর্মসূচির মাধ্যমে বাংলার জনগণের ঘরের দুয়ারে তরতাজা সবজি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়ৎ। এটা একদিকে যেমন কৃষকদের ঘর থেকে কিনে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে, তেমনই রঙ এবং রাসায়নিক মুক্ত শাকসবজি পেতে পারবেন রাজ্যবাসী। সেই সুফল বাংলা প্রকল্পের আবার উদ্বোধন করা হয় আজকের অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী বলেন, “আজকের দিনে এর উদ্বোধন করার একটাই কারণ, নেতাজি সুভাষচন্দ্র বসু ভাবতেন কেন আমাদের কৃষকরা সুতো তৈরি করবেন না। আমাদের চাষীর ঘর থেকে সুতো তৈরি হোক। তাঁরাই বিক্রি করুক। বাইরে থেকে কিনে আনব এবং কাজটা করাব আমাদের চাষীদের দিয়ে তা না করে তাঁরা আত্মসম্পন্ন হোক আত্মনির্ভর হোক”।
এছাড়াও তিনি সোমবার কলকাতায় নেতাজির এই জন্মদিবস পালনের অনুষ্ঠানে সুভাষচন্দ্র বসু সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একগুচ্ছ গানের অ্যালবামের উদ্বোধন করেন। জানা যায় সেই অ্যালবামের গানগুলি তিনি নিজেই লিখেছেন। তবে সেই গানগুলি গায়ক এবং সুরকার হলেন বিভিন্ন বিখ্যাত গায়ক-গায়িকারা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম