Bollywood New Release: নতুন বছর বক্স অফিস কাঁপাবে বলিউডের কোন কোন সিনেমা? রইল তালিকা

।। প্রথম কলকাতা ।।

Bollywood New Release: বিগত দু’বছরে করোনার কারণে ক্ষতি হয়েছে ইন্ডাস্ট্রির। সিনেমা হলের জায়গায় ওটিটিতে মুক্তি পেয়েছে অর্ধেক ছবি। পেক্ষাগৃহ বন্ধ থাকা থেকে শ্যুটিং বন্ধ রাখা সহ একাধিক ধাক্কা সামলে ফের চলতি বছর চেনা ছন্দে ফিরেছে বলিউড (Bollywood)। কিন্তু দর্শকদের সেভাবে হলমুখী করা যায়নি। খুব কম ছবি হলে গিয়ে দেখতে গিয়েছে মানুষ। এবার নতুন বছরে নতুন ভাবনা, ভরসা, চিন্তাধারা নিয়ে হাজির হচ্ছে বেশ কিছু চলচ্চিত্র।

পাঠান (Pathaan)-

সবার প্রথমেই রয়েছে বহু বিতর্কিত ছবি শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’। যাকে নিয়ে সমালোচনার শেষ নেই। এই সিনেমার দরুন চার বছর পর বড় পর্দায় ফিরছেন বাদশা। সিনেমার দুটি গান দর্শকদের প্রত্যাশা বাড়িয়েছে অনেক গুণ। নতুন বছরের প্রথম মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি।

টাইগার থ্রি (Tiger 3)-

সলমন খান অভিনীত এই ছবির বাকি অধ্যায় প্রথম থেকেই দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনেতার কেমেস্ট্রি প্রথম থেকেই পছন্দ হয়েছে সকলের। ২০২৩-এর দীপাবলিতে টাইগার ফ্রাঞ্চাইজির তৃতীয় অধ্যায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে বাকি দুই অধ্যায়ের মতো রয়েছে স্ট্যান্টের দৃশ্য। হিন্দি ছাড়া এই ছবি মুক্তি পাবে তামিল, তেলুগু ভাষায়। বিটউনের অন্যতম বড় জুটি সলমন-ক্যাটরিনাকে নতুন বছরে পেতে চলেছে ভক্তরা। চলতি বছর যশরাজ ফ্লিমসের প্রায় সবকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এখন নতুন বছরে এক প্রকার বাজি লাগিয়েছে সলমন খানের ওপর। দেখা যাক, ভাইজানের হাত ধরে তাদের লক্ষী লাভ হয় কিনা।

কিসি কা ভাই কিসি কি জান (Kisi Ka Bhai Kisi Ki Jaan)-

নতুন বছরের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলিউডের সুলতানের এই ছবি। ফরহাদ সামজি পরিচালিত এই সিনেমায় রয়েছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম সহ আরও অনেকে। কানাঘুষো খবর রয়েছে, ছবির প্রত্যেকটা শটেই নাকি ক্যামেরার পেছনে রয়েছেন ভাইজান। প্রজেক্টের কিছু কিছু শট বলেছেন তিনিও। ছবির সহ-পরিচালক হিসেবে কৃতিত্ব নিতে পারেন। এই ছবিতে শুধু অভিনেতা নন, প্রযোজকের ভূমিকাতে রয়েছেন তিনি। করোনাকালে বক্স অফিসে মুক্তি পেয়েছে তাঁর ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। চলতি বছরে তেমন কোনও ছবি মুক্তি পায়নি তাঁর। তেলুগু ছবি ‘গডফাদার’ আর মারাঠি ছবি ‘ভেদ’-এ অতিথি চরিত্রে রয়েছেন তিনি। বলতে গেলে, আগামী বছর ধামাকা নিয়ে আসছেন সলমন।

আদিপুরুষ (Adipurush)-

প্রভাস অভিনীত বহুল আলোচিত এই সিনেমা নতুন বছরের ১২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ছবির টিজার প্রকাশ্যে আসতেই, ভিএফএক্স নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। সমস্তকিছু ঠিক থাকলে আগামী বছরের জুনে মুক্তি পেতে পারে এই ছবি। রামায়ণের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমায় প্রভাস ছাড়াও প্রধান চরিত্রে রয়েছেন সইফ আলি খান ও কৃতি শ্যানন।

রকি অউর রানি কি প্রেম কাহানি (Rocky Aur Rani Ki Prem Kahani)-

এই ছবির দরুন সাত বছর পর পরিচালক হিসেবে ফিরছেন করণ জোহর। সিনেমায় জুটিতে হাজির রণবীর সিং ও আলিয়া ভাট। নতুন বছরের ২৮ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি এই ছবিতে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমিকেও। রয়েছেন টেলিভিশন তারকা অর্জুন বিজলানি ও শ্রদ্ধা আরিয়া।

স্যাম বাহাদুর (Sam Bahadur)-

মেঘনা গুলজারের পরিচালনায় ২০২৩-এর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবি। ভারতের অন্যতম সেরা যুদ্ধ নায়ক স্যাম মানেকশের জীবনী নিয়ে নির্মিত এই ছবিতে নাম চরিত্রে রয়েছেন ভিকি কৌশল। ভারতের ইতিহাসে তিনি একমাত্র সেনাপ্রধান যাঁকে ফিল্ড মার্শালের পদে সম্মানিত করা হয়েছিল। ১৯৭১ সালে স্যাম বাহাদুরের নেতৃত্বে ভারত-পাকিস্তান যুদ্ধে সাফল্য আসে। এর আগেও যোদ্ধার ভূমিকায় দেখা গিয়েছে ভিকিকে। এবার প্রয়াত সেনাপ্রধানের চরিত্রে দেখা যাবে তাঁকে। এরকম ছবি দেশে এই প্রথমবার হচ্ছে।

জওয়ান (Jawan)-

শাহরুখ খানের আরও একটি প্রতীক্ষিত সিনেমা এটি। তামিলের জনপ্রিয় নির্মাতা অ্যাটলির পরিচালনায় প্রথম বাদশার প্যান ইন্ডিয়ান সিনেমা হতে চলেছে এটি। সিনেমায় রয়েছেন বলিউড ও দক্ষিণের এক ঝাঁক তারকা। নতুন বছরের ২ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবি। ছবি পুরো অ্যাকশনে ভরপুর হতে চলেছে। ছবির পোস্টারেই তা নজরে এসেছে। নায়িকা দক্ষিণী সুন্দরী নয়নতারা।

এছাড়া নতুন বছরে ছবি মুক্তির তালিকায় রয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’, কার্তিক আরিয়ানকে নিয়ে রোহিত ধাওয়ান পরিচালিত ‘শেহজাদা’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version