Spam Call Alert: স্প্যাম কল নিয়ে সতর্ক করবে খোদ গুগল ভয়েস, চাই না কোনো অ্যাপ

স্প্যাম কল নিয়ে বিরক্ত হয়না এমন মানুষ খুব কম আছেন। কিন্তু এর থেকে মুক্তির উপায় থাকেলও বড় জটিল। তাই তো গ্রাহকদের সুবিধার্থে গুগল আনছে নতুন ফিচার।

Spam Call Alert: স্প্যাম কল নিয়ে সতর্ক করবে খোদ গুগল ভয়েস, চাই না কোনো অ্যাপ

।। প্রথম কলকাতা ।।

নতুন বছরে একটি পরিবর্তনেই কোটি কোটি মানুষের সমস্যা দূর করে দিল টেক জয়েন্ট গুগল। স্মার্টফোন ব্যবহারকারীদের বরাবর একটি অভিযোগ থাকে স্প্যাম কল (Spam Call) নিয়ে। অবাঞ্চিত স্প্যাম কলে তিতিবিরক্ত হয়ে ওঠেন সবাই। সকাল কিংবা রাত এই ভুয়ো কলের আনাগোনা চলে গোটা দিন ধরে। তাই গ্রাহকদের সুবিধার্থে গুগল ভয়েসে (Google Voice) নতুন ফিচার যোগ করতে চলেছে গুগল। গুগল ভয়েস প্রত্যেক স্মার্টফোনেই ইন্সটল থাকে। তাই আলাদা করে তৃতীয় কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না।

গুগল আর্টফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে একটি এলার্ট সিস্টেম যোগ করতে চলেছে। যা ব্যবহারকারীদের ইনকামিং স্প্যাম কল সম্পর্কে এলার্ট করবে। স্মার্টফোনের পাশাপাশি গুগল ভয়েস কম্পিউটারেও কাজ করে। একটি ব্লগ পোস্টে এই নতুন ফিচার সম্পর্কে জানিয়েছে গুগল।

 

আরও পড়ুন: Tech News: iPod থেকে Blackberry! 2022 এ বিদায় নিয়েছে একসময়ের সেরা সব প্রযুক্তি

 

গুগল ভয়েস স্প্যাম কল এলার্ট

গুগলের ঘোষণা, অপ্রয়োজনীয় এবং স্প্যাম কল থেকে আপনাকে নিরাপদ রাখার জন্য গুগল ভয়েস কল ফোন কলের উপরে ‘সাস্পেক্টেড স্প্যাম কলার’ লেখা একটি লেবেল শো করবে। এর থেকে সেই ব্যবহারকারী ধরে নিতে পারবে যে উক্ত কলটি স্প্যাম কল। কিন্তু আপনাকে এর জন্য সামান্য কয়েকটি পক্রিয়া অনুসরণ করতে হবে।

 

আরও পড়ুন: Xiaomi ও Redmi-র এই 13টি ফোনে চালু Jio True 5G, অ্যাক্টিভেট করলেই মিলবে আনলিমিটেড ডেটা

 

গুগল ভয়েস স্প্যাম কল এলার্ট কীভাবে কাজ করে?

গুগল জানাচ্ছে, ইনকামিং কলের পাশাপাশি কল হিস্ট্রিতেও এই এলার্ট দেখা যাবে। ব্যবহারকারীদের কাছে দুটি বিকল্প থাকব। প্রথম ব্যবহারকারীরা যদি উক্ত কল স্প্যাম কল হিসাবে নিশ্চিত করে তাহলে ওই কলের সমস্ত ভয়েসমেইল এবং কল হিস্ট্রি স্প্যাম ফোল্ডারে চলে যাবে। আর দ্বিতীয় কেউ যদি কোনো কল স্প্যাম হিসাবে মার্ক না করে তাহলে গুগলের সাস্পেক্টেইড স্প্যাম কল লেবেল শো হবে না ফোনে।

কবে থেকে পাওয়া যাবে স্প্যাম কল ফিচার?

এই ফিচারটি বিভিন্ন পর্যায়ে রোল আউট করছে গুগল। ২৯ ডিসেম্বর তারিখ থেকে এই রোল আউট পক্রিয়া শুরু হয়েছে। এই ফিচারটি অটোমেটিকালি ফোনে শো হবে যদি না আপনি স্প্যাম ফিল্টার অফ রাখেন। এটি অন করার জন্য গুগল ভয়েসের সেটিংসে গিয়ে সিকিউরিটি>ফ্লিটার স্প্যাম> টার্ন অন পদ্ধতিটি অনুসরণ করতে পারেন।

Exit mobile version