Mamata Banerjee : ‘ রাজ্যের GDP বৃদ্ধি পেয়েছে ৪ গুণ’, কলকাতার G-20 সামিটে দাবি মুখ্যমন্ত্রীর

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee : শহর কলকাতায় সোমবার থেকেই শুরু হল জি-২০ সম্মেলন (G20 Summit)। সপ্তাহের প্রথম দিনের বেলা বারোটা নাগাদ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই সামিটের সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেহেতু চলতি বছরে জি-২০ সম্মেলন এ প্রতিনিধিত্ব করার দায়িত্ব ভারতের এবং প্রথম বৈঠক কলকাতায় (Kolkata) অনুষ্ঠিত হয়েছে তাই বাংলার সংস্কৃতিকে তুলে ধরার সব রকম চেষ্টা করা হবে তা জানানোই হয়েছিল। ঠিক সেই মতোই এই দিনের বৈঠকের উদ্বোধনে রাজ্যের একাধিক উন্নয়নের দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের সূচনায় বলেন, “রাজ্যে বেড়েছে কর্মসংস্থান এবং কমেছে দারিদ্রতা। ১২ লক্ষ কর্মসংস্থান হয়েছে এই রাজ্যে। একই সঙ্গে জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই পশ্চিমবঙ্গে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা রয়েছে। করোনাকালীন সময়ে এই রাজ্যের জিডিপি (GDP) বেড়েছে চার গুণ। কেন্দ্রের তরফ থেকে পুরস্কৃত হয়েছে পশ্চিমবঙ্গের দুয়ারে সরকার”। পাশাপাশি তিনি রাজ্যের ক্ষুদ্র শিল্পের প্রশংসাও করেন। তাঁর কথায় ‘ বাংলার MSME সেক্টর সারাদেশের মধ্যে প্রথম’।

রাজ্যে যেভাবে সেলফ হেল্প গ্রুপ গুলি কাজ করছে এবং তার দ্বারা রাজ্যের মহিলারা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছেন। সেই বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মহিলাদের ক্ষমতায়নের জন্য রাজ্যের তরফ থেকে যথেষ্ট সাহায্য করা হয়েছে । পশ্চিমবঙ্গে খাদ্য, স্বাস্থ্য এবং শিক্ষা সব ক্ষেত্রেই জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে প্রায় বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে, এমনটাই জানান তিনি। সোমবার থেকে কলকাতায় যে জি-২০ সম্মেলন শুরু হয়েছে। সেটি আগামী ১১ জানুয়ারি পর্যন্ত চলবে। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে চলেছে ডিজিটাল ফিনান্সিয়াল সিস্টেম।

আজকের বৈঠক বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হলেও ১০ এবং ১১ তারিখ জি২০ বৈঠকের আসর বসতে চলেছে জে ডাবলিউ ম্যারিয়ট হোটেলে। রবিবার থেকেই দেশ-বিদেশের অতিথিদের আগমন শুরু হয়ে গিয়েছিল কলকাতায় । তাদের জন্য এদিন বৈঠক শেষে গঙ্গা বক্ষে বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে বলেও জানা গিয়েছে । এছাড়াও গঙ্গা ভ্রমণের সময় নদীর দু’ধারের ইতিহাস তাদের সামনে তুলে ধরা হবে বলেও জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে এপ্রিল এবং জুলাই মাসে আবারও কলকাতা ও শিলিগুড়িতে একাধিক ওয়ার্কিং গ্রুপ এবং মিনিস্ট্রিয়াল বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version