Bankura: মুখ্যমন্ত্রীর হাত থেকেই মিলবে পাট্টা, কলকাতার উদ্দেশ্যে রওনা বাঁকুড়াবাসীর

।। প্রথম কলকাতা ।।

Bankura: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পাট্টা নেওয়ার আনন্দে আত্মহারা এই জমিহীনরা। বাঁকুড়া জেলার অধিকাংশ মানুষই দিনমজুর। অনেকের কাছেই নিজস্ব জমি বলতে কিছুই নেই। তাই আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দেবেন পাট্টা। এর জন্য বাঁকুড়া জেলা থেকে ৮০ জনের নাম তালিকা ভুক্ত করা হয়েছে। তার মধ্যে থেকে জয়পুর ব্লকের ১৬ জন বুধবার রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে। এদের মধ্যে থেকেই চারজন একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীর হাত থেকে পাট্টা নেবেন বলে জানা গিয়েছে।

পাট্টা কী ?

পাট্টা হল অতি পুরনো একটি ভূমি বন্দোবস্ত চুক্তিপত্র। আরও সহজ ভাষায় বলতে গেলে পাট্টা  হল কোনো ব্যক্তির জমি ভোগ দখলের অধিকার পত্র। পূর্বে যদিও রাজা বা জমিদারদের কাছ থেকে শর্তসাপেক্ষে এই জমি মিলত। তবে বর্তমানে জমির পাট্টা মেলে সরকারের তরফ থেকে। পাট্টার শর্তগুলি মেনে নিয়ে প্রজা (বর্তমানে সাধারণ মানুষ) যে সম্মতিপত্র দেন তা কবুলিয়াত।

পাট্টাকে একপ্রকার জমির দলিল বলা যায়। এই পাট্টার শর্তগুলির মধ্যে জমির সীমানা, জমির পরিমাণ, তার গুণগত মান জমির লিজ, খাজনার হার, খাজনা প্রদানের পদ্ধতি সমস্ত কিছুই লিপিবদ্ধ থাকে। মূলত চাষ করার জন্য এবং অনেক সময় বসবাসের জন্য এই জমির পাট্টা দেওয়া হয়। ওই জমিতে কৃষকের কিংবা বসবাসকারী ব্যক্তির অধিকার রয়েছে এমন তথ্য দিয়েই সরকারের পক্ষ থেকে দলিল দেওয়া হয়। তাকেই বলা হয় পাট্টা। যাকে জমি দেওয়া হল তাকে এবার সরকারকে নির্দিষ্ট পরিমাণে কিছু রাজস্ব দিতে হবে। সেই কথা কবুল করে যে দলিল তিনি সরকার পক্ষকে দেবেন সেটি কবুলিয়ত বলে ধরা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাট্টা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কলকাতায় । যার জন্য জয়পুর ব্লকের ভূমি রাজস্ব দফযরের আধিকারিকরা নিজে দাঁড়িয়ে থেকে জয়পুর থেকে প্রায় ১৬ জনকে কলকাতায় যাওয়ার এবং সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন । এই তালিকায় যারা রয়েছেন তাঁরা প্রত্যেকেই নয় চাষাবাদের সঙ্গে যুক্ত নয় দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন । কাজেই মুখ্যমন্ত্রীর হাতে জমি পাওয়ার আনন্দ তাদের চোখে মুখে স্পষ্ট।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version