এই রেশন কার্ড থাকলেই মিলবে বিনামূল্যে পাকা বাড়ি, আবেদন করুন এখনই

।। প্রথম কলকাতা ।।

খাদ্য বস্ত্রের পাশাপাশি মাথার ওপর একটা ছাদ প্রয়োজন সকলেরই। রোদ বৃষ্টি থেকে সামাজিক নিরাপত্তা সবই দেয় একটি বাড়ি। আবার দেশে এমন বহু মানুষ এমন আছেন যাঁরা কাঁচা বাড়িতে থাকেন। পাকা বাড়ি আজও তাঁদের কাছে অধরা। এখনও অনেককেই ত্রিপল খাটিয়ে ঝুপড়িতেও থাকতে হয়। সব মিলিয়ে অনেক কষ্টে রাত কাটান দেশের বহু মানুষ। আপনার পরিচিত কেউ কি এভাবেই থাকেন? তাঁদের জন্য রইল সুখবর। এবার খুব সহজেই মিলবে মাথার ওপর ছাদ।‌ কিভাবে? চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।

কেন্দ্রীয় সরকারের এমন একটি যোজনা রয়েছে যা শুনলে খুশিতে লাফিয়ে উঠবেন গৃহহীনরা। দূর হবে তাঁদের যাবতীয় দুঃখ, কষ্ট। কী সেই যোজনা? প্রধানমন্ত্রী আবাস যোজনা ভারত সরকারের একটি বড় উদ্যোগ। এর লক্ষ্যই হল শহুরে দরিদ্রদের সাশ্রয়ী মূল্যে আবাসনের ব্যবস্হা করা। ২০১৫ সালের ২৫ শে জুন এই প্রকল্পটি প্রথম চালু করেছিল কেন্দ্রীয় সরকার। অনেকেই এখন এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পের সুবিধা পেতে বাৎসরিক আয় তিন লক্ষের কম হতে হবে। এই আয়ের যে কোনও ব্যক্তি আবাসন না থাকলে এই সুবিধা নিতে পারেন। এ জন্য ২ লাখ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। তিন কিস্তিতে এই টাকা দেওয়া হয়।

প্রথম কিস্তির টাকায় ঘরের কাজ শুরু করলে মিলবে দ্বিতীয় কিস্তির অর্থ। একইভাবে দ্বিতীয় কিস্তির টাকা ষ যথাযথভাবে বাড়ি তৈরির কাজে লাগাতে হবে। প্রশাসনিক আধিকারিকরা কাজ খতিয়ে দেখার পর শেষ কিস্তির টাকা মঞ্জুর করবেন। ওই ব্যক্তির যদি বিপিএল রেশন কার্ড  থেকে থাকে তাহলে তাঁর জন্য রইল দারুণ সুখবর।যাদের বিপিএল রেশন কার্ড রয়েছে তারা এই পিএম আবাস যোজনার সুবিধা পাবেন। তবে মানতে হবে কিছু শর্ত। তাহলেই একদম ঝাঁ চকচকে বাড়ি পেয়ে যাবেন তিনি।

কী সেই শর্ত?

আগে থেকে এই সরকারি সুবিধা না নিয়ে থাকলে তবেই মিলবে প্রকল্পের অর্থ। শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার হয়ে থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।এমনকি শরীরের ৬০ শতাংশ অংশ যদি বিকলাঙ্গ হয়ে থাকে তাহলেও এই যোজনার সুবিধা মিলবে। এ জন্য সঙ্গে কিছু জিনিস থাকা জরুরী। আধার কার্ড থাকতেই হবে।এছাড়া চাই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র। লাগবে ইনকাম সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড। জমা দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, প্যান কার্ড এবং স্থায়ী বাড়ি না থাকার সার্টিফিকেট।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version