Hong Kong Flu: ভয় ধরাচ্ছে হংকং ফ্লু, ঠান্ডা লাগার মতো উপসর্গ! বাঁচতে কী করবেন?

।। প্রথম কলকাতা ।।

Hong Kong Flu: ভাইরাস (Viras) যেন আমাদের সঙ্গ ছারছে না। একটার পর্ব শেষ হতে না হতেই আর একটা এসে হাজির। করোনা (Corona), এডিনোর (Adeno) পর এখন ‘হংকং ফ্লু’ (Hong Kong Flu)। এই সময়টা ঋতু বদলের সময়। যার ফলে একটু অসাবধানতা হলেই জ্বর (Jor), সর্দি, কাশি হয়ে থাকে। কিন্তু এখন ভয় ধরাচ্ছে ‘হংকং ফ্লু’ (Hong Kong Flu)। এর কারণে হাঁচি – কাশি, জ্বর, সর্দি আবার কখনো কখনো গলা ব্যথাও হচ্ছে। হাঁচি, কাশির মাধ্যমে এই ভাইরাস অন্যদের শরীরে ছড়িয়ে যায়। এই ভাইরাসের (Virus) প্রভাবে যে ফ্লু হয়, তাকে বলা হচ্ছে ‘হংকং ফ্ল’ (Hong Kong Flu)।

উপসর্গ:
হংকং ফ্লুর উপসর্গ অনেকটা করোনা উপসর্গের মতন। জ্বর আসা, গলা ব্যথা, হাঁচি কাশি হচ্ছে। অনেকের ক্ষেত্রে ডায়েরিয়া, বমি, সারা শরীরে যন্ত্রণার মতো উপসর্গ রয়েছে। গায়ে ব্যথা, মাথায় ব্যথা, ক্লান্তি ভাব এর অন্যতম লক্ষণ। এই ভাইরাসের কারণে শ্বাসকষ্টের মত সমস্যাও দেখা দিচ্ছে।

চিকিৎসা:
এই ভাইরাসে আক্রান্ত হলে দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকেরা বলছেন, আক্রান্ত রোগীকে বিশ্রাম নিতে বলুন। বেশি করে জল খাওয়ান। চিকিৎসকের পরামর্শ ছাড়া দোকানে বলে বা নিজে নিজে কোন ওষুধ খাবেন না। এতে বিপদ বাড়তে পারে।

ভাইরাস থেকে বাঁচতে কি কি সর্তকতা অবলম্বন করবেন:

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version