Mole Removal Tips: মুখ ভর্তি তিল-আঁচিল নষ্ট করছে সৌন্দর্য! রেহাই মিলবে ঘরোয়া টোটকাতেই

।। প্রথম কলকাতা ।।

Mole Removal Tips: মুখে সামান্য ব্রণ দেখা দিলেই বিরক্তি ভাব কাজ করে। যদিও ব্রণ ক্ষণস্থায়ী কিন্তু তারপরেও চিন্তার বড় একটা কারণ হয়ে দাঁড়ায় এই ব্রণ। আর সেই জায়গায় যদি মুখে অতিরিক্ত পরিমাণে তেল বা আঁচিল থাকে তা অবশ্যই অস্বস্তি বোধ করায় যে কোন মানুষকে। মুখের মধ্যে একটি কিংবা দুটি অথবা তিনটি তিলও মেনে নেওয়া যায়। কিন্তু তার থেকে বেশি অর্থাৎ প্রচুর পরিমাণে ছোট ছোট তিল মুখে থাকলে তা দেখতে অত্যন্ত খারাপ লাগে।

অবাঞ্ছিত এবং অপ্রয়োজনীয় তিল আঁচিল আমরা সকলেই সরিয়ে ফেলতে চাই। তবে এটা এতটা সহজ হয় না। আপনার মুখের সৌন্দর্য কমিয়ে ফেলছে যে তিল- আঁচিল গুলি তাদেরকে অপসারণ করার পদ্ধতি রয়েছে। ঘরে বসেই এই কাজটিই করতে পারবেন আপনি। উপকরণ বলতে প্রয়োজন কিছু ঘরোয়া জিনিস যা প্রতিনিয়ত করতে পারলে আপনার মুখে গজিয়ে ওঠা অনিমন্ত্রিত অতিরিক্ত তিল বা আঁচিলকে নির্মূল করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কিছু ঘরোয়া টোটকা।

এই প্রতিবেদনে যে পদ্ধতি বা বিধি গুলি সম্পর্কে জানানো হয়েছে তা শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য। প্রথম কলকাতা এই তথ্যগুলি নিশ্চিত করে না মুখের মধ্যে থাকা তিল কিংবা আঁচিল অপসারণের জন্য নির্দিষ্ট চিকিৎসা, ঔষধ এবং ডাক্তারি পরামর্শও অত্যন্ত জরুরি। ঘরোয়া টোটকা কাজে লাগানোর পাশাপাশি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version