Hair Fall: গরমের ঘামে অতিরিক্ত চুল উঠছে! জাস্ট কয়েক মিনিটেই দূর হবে সমস্যা

।। প্রথম কলকাতা ।।

Hair Fall: চুল ঝরে (Hair Fall) যাওয়ার বা উঠে যাওয়ার সমস্যা এখন কম-বেশি অনেকেরই রয়েছে। মহিলা থেকে পুরুষ এই সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠছেন। স্নান করা, চুল আঁচড়ানো (Combing), শ্যাম্পুর (Shampoo) পরে নানা সময় চুল ঝরে পড়তে দেখা যায়। বিশেষ করে গরম (Summer) কালে এই সমস্যা যেন বেশিই হয়ে থাকে। কিন্তু কেন?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরমকালে অত্যাধিক তাপের কারণে ঘাম হয়। মাথার ত্বকও ঘামতে থাকে। অতিরিক্ত ঘামের কারণে চুলের গোড়া আলগা হয়ে যায়। যার কারণে চুল উঠতে শুরু করে। এ ছাড়াও ঘাম ও মাথার ত্বক বা স্কাল্প-এর স্বাভাবিক তেলের ফলে চুলে তৈলাক্ত ভাব এসে যায়। চুলে জট পড়ে যায়। ফলে চুল আঁচড়াতে গেলেই চিরুনিতে চুল জড়িয়ে যায়। চুলের ফুরফুরে ভাবও নষ্ট হয়ে যায়। আপনার স্টাইলের দফারফা।

আপনার সুন্দর চুলের (Hair) বারোটা বাজার আগেই তার যত্ন নিন। মেনে চলুন ঘরোয়া কিছু টোটকা। জীবনযাত্রায় আনুন সামান্য কিছু পরিবর্তন। সুন্দর ঘন চুলের পাশাপাশি চুল ওঠা থেকেও মুক্তি পাবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version