।। প্রথম কলকাতা।।
Oily Scalp Problem: কোনো প্রোগ্রামে যাবেন বলে তৈরি হচ্ছেন অথচ ঠিক সেই সময় দেখলেন আপনার চুলটা খানিকটা ওয়েলি (Oily) হয়ে গিয়েছে । হয়তো তার আগের দিনে শ্যাম্পু করেছেন। কিন্তু তারপরেও এই সমস্যা দেখা দিয়েছে। কিছুতেই বুঝে উঠতে পারছেন না কেন চুলটা এমন তেলতেলে হয়ে গিয়েছে। শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করার পরে একটা দিন কাটতে না কাটতেই চুলের তেলতেলে ভাব ফিরে আসছে। এই ধরনের সমস্যা দেখা দিতে পারে কতগুলি ভুলের কারণে। আপনার রেগুলার হেয়ার কেয়ারে নিশ্চয়ই কিছু ভুল ত্রুটি থেকে যাচ্ছে যার কারণেই চুলের তেলতেলে ভাব বিরক্ত করছে আপনাকে।
* স্ক্যাল্প কেন তেলতেলে হয় ?
আমাদের স্ক্যাল্প ( Scalp) থেকে সিবাম বের হয় ত্বকের মতো। যেটা চুলকে আর্দ্র রাখতে সাহায্য করে। কিন্তু এই সিবাম যখন অতিরিক্ত পরিমাণে নিঃসরণ শুরু হয় তখনই সমস্যা দেখা দেয় । এর পেছনে হেয়ার কেয়ার ( Hair Care) রুটিনে কিছু গণ্ডগোল থাকতে পারে।
যে কারণ গুলিতে চুলের তেলতেলে ভাব কমে না
* বারবার শ্যাম্পু করা : প্রতিদিন বাইরে যাচ্ছেন চুলে ধুলোবালি লাগছে, চুল রুক্ষ হয়ে যাচ্ছে। এই কারণ দেখিয়ে হয়তো অনেকেই প্রতিদিন অথবা দুদিন অন্তর চুলের শ্যাম্পু (Hair Care) করে থাকেন । এতে স্ক্যাল্প শুষ্ক হয়ে যায়। আর সেই শুষ্ক স্ক্যাল্প আরো বেশি পরিমাণে সিবাম নিঃসরণ করে। যার কারণে চুলের গোড়া অত্যন্ত তেলতেলে ও চিচিটে হয়ে যায়।
* চুলের গোড়ায় কন্ডিশনার দেওয়া : অনেকেই কন্ডিশনার ( Conditioner) ব্যবহার করা সঠিক পদ্ধতি জানেন না। শ্যাম্পু চুলের গোড়ায় দেওয়া যায় কিন্তু কন্ডিশনার শুধুমাত্র দিতে হয় চুলে । চুলের গোড়ায় যদি কন্ডিশনার দেওয়া হয় তাহলে স্ক্যাল্পের সিবাম আর কন্ডিশনার এই দুই মিলে আপনার চুলকে আরো বেশি তেলতেলে করে তুলবে।
* সরাসরি চুলের শ্যাম্পু দেওয়া : অনেকেই রয়েছেন যারা চুল ভিজিয়ে তাতে সরাসরি শ্যাম্পু দিয়ে দেন । এর বদলে হাতে শ্যাম্পু এবং অল্প জল ভালোভাবে মিশিয়ে নিয়ে। তারপর নিজের স্ক্যাল্পে মাসাজ করে মাথা ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার এই ভুল পদ্ধতি অবলম্বন করলেও কিন্তু চুলের তেলতেলে ভাব ক্রমশ বাড়তে থাকে।
* সঠিক হেয়ার ব্রাশ ব্যবহার : চুল আঁচড়ানোর জন্য সবসময় সঠিক হেয়ার ব্রাশ ( Hair brush) বা চিরুনি ব্যবহার করতে হয়। কাঠের ব্রাশ, ব্রিশল ব্রাশ আপনার স্ক্যাল্পের ন্যাচারাল সিবাম নিঃসরণে সাহায্য করে। আর সিবাম নিঃসরণ যদি স্বাভাবিক হয় তাহলে চুল তেলতেলে হওয়ার কোন সমস্যাই থাকে না।
* পরিষ্কার তোয়ালে না ব্যবহার করা : আপনি যদি চুল শুকানোর জন্য অপরিষ্কার তোয়ালে ( Dirty Towel) ব্যবহার করেন তাহলে সেই নোংরা আপনার মাথায় বসবে। যা আপনার চুলকে তেলতেলে করে তোলে । এছাড়াও শ্যাম্পু করার পরে বারবার চুলে হাত দেবেন না । এতে আপনার হাতে থাকার তেল সোজা স্ক্যাল্পে গিয়ে লাগে।
* অতিরিক্ত প্রসাধনী ব্যবহার : যারা অতিরিক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন তাঁরা এই চুল তেলতেলে হয়ে যাওয়ার সমস্যায় ভুগতে থাকেন । যেমন ধরুন হেয়ার স্প্রে ,হেভি ক্রিম, সেটিং স্প্রে আপনার চুলকে তেলতেলে করে তোলে এবং একইসঙ্গে চুলের ক্ষতি করে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম