Electric Car: রাজ্যে আসছে পরিবেশ বান্ধব গাড়ি, নয়া পরিকল্পনা নিয়ে কী জানালেন পরিবহন মন্ত্রী ?

।। প্রথম কলকাতা ।।

Electric Car: দূষণমুক্ত পরিবেশ বান্ধব রাজ্য গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে পথ চলা শুরু করেছে রাজ্য পরিবহন দফতর। ইতিমধ্যেই রাজ্যে প্রায় এক হাজারেরও বেশি ইলেকট্রিক ব্যাটারি (Electric Battery) চালিত গাড়ি আনার পরিকল্পনা চলছে। এছাড়াও যাত্রী পরিষেবায় রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সকল বাস গুলি রয়েছে সেই সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য উদ্যোগী হবে পরিবহন দফতর। এমনটাই জানিয়েছেন রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty)। রবিবার হলদিয়া (Haldia) মেলায় আসেন তিনি।

স্নেহাসিশ চক্রবর্তীর কথায়, পশ্চিমবঙ্গে ১১৮০ টি ই-বাস আনার জন্য একটি সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বাস গুলি আসতে থাকলে রাজ্যের যেখানে যেখানে বাসের প্রয়োজনীয়তা আছে সেখানে দেওয়া হবে। হলদিয়াতে যেমন ই-বাস (E-Bus) দেওয়া হবে তেমনি সিটি বাসের সুবিধাও দেওয়া হবে। হলদিয়ার যে সকল শিল্পকর্মীরা রয়েছেন তাদের রাতের দিকে যাতে ফিরতে সুবিধা হয়, সেই সংক্রান্ত বিষয়ে এবার নজর দেবে পরিবহন দফতর। এমনটাই জানালেন মন্ত্রী।

পাশাপাশি তিনি জানান, গ্রিন বেঞ্চ সহ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ১৫ বছরের পুরনো গাড়িকে বাতিল করে দিতে হবে। সরকারি যে গাড়িগুলির বয়স ১৫ বছর পেরিয়ে গিয়েছে তাদেরকেও বাদের খাতাতেই রাখতে হচ্ছে। আর এই কাজটি এপ্রিল মাসের মধ্যেই করতে হবে বলে জানান তিনি । এই কারণে বেশ কিছু রুটে সরকারি পুরনো গাড়ি গুলি বাতিল করে দেওয়ায় সমস্যা দেখা দিয়েছে। তবে সেই সমস্যা একেবারেই সাময়িক। খুব শীঘ্রই পুনরায় প্রত্যেকটি রুটে পরিবহন ব্যবস্থা মসৃণ হবে বলেই আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) পৌরসভার ১৫ বছরের পুরনো গাড়ির বদলে ব্যাটারি চালিত গাড়ি আনার কথা জানিয়েছিলেন। আর সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে বিগত শুক্রবার তিনি গাড়ি নির্মাণকারী সংস্থা মহেন্দ্রার একটি ব্যাটারি চালিত গাড়ির টেস্ট ড্রাইভ করেন বলেও জানা যায়। মেয়রের কথা অনুসারে, শহর কলকাতাতেও দূষণের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে। কাজেই শহরে যদি ডিজেল-পেট্রোল চালিত গাড়ির বদলে ব্যাটারি চালিত গাড়ি ধাপে ধাপে আনা যায় তাহলে দূষণ অনেকটাই কমবে। তবে এই কাজ সময় সাপেক্ষ বলে জানিয়েছেন তিনিও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version