Education Qualification in Bollywood: বলিউডের কাপুররা লেখাপড়াতে লবডঙ্কা! রণবীর প্রথম মাধ্যমিক পাশ, ভুল করেছেন আলিয়া!

।। প্রথম কলকাতা ।।

Education Qualification in Bollywood: বলিউডের সবচেয়ে অশিক্ষিত পরিবারে বিয়ে করেই ভুল করেছেন আলিয়া? সব জেনেশুনে বিয়েটা করেছিলেন তো মহেশ ভাট কন্যা? অভিনয়ের দিক থেকে আকাশ ছোঁয়া। প্রতিভা থাকলেও শিক্ষাগত যোগ্যতা নেই একেবারেই ।।এই যে করিনা কাপুর খান, কোন ক্লাস পর্যন্ত পড়েছেন জানেন? আজ জানুন।

রাজ কাপুর পড়েছেন মাত্র ক্লাস সিক্স পর্যন্ত। রণবীর কাপুর নিজের কী জানিয়েছিলেন বলুনতো! কাপুর পরিবারের সদস্যদের পড়াশোনার দৌড় দেখে চোখ উঠবে কপালে। কাপুর পরিবারের বউমা হয়েছেন আলিয়া ভাট । সিনে জগতে কাপুরদের এতো নামডাক দেখেই নাকি মাথা ঘুরে গেছিল আলিয়ার। নইলে কেউ এই পরিবারে বিয়ে করে? বলছেন নেটিজেনরাও। নিজেদের পরিবারের সদস্যদের পড়াশোনার দৌড় কদদূর একদিন ফাঁস করেছিলেন রণবীর নিজেই। জানেন কী, রণবীরই কাপুর পরিবারের প্রথম ছেলে

যে ক্লাস টেন পাস করেছে। তাই নাকি বড় পার্টিও রাখা হয়েছিল বোর্ডের রেজাল্ট আসার পরে। শুনে অবাক হবেন না। কাপুরদের মধ্যে অভিনয়কেই বরাবর প্রাধান্য দেওয়া হয়েছে। তাই পড়াশোনাটা ম্যাটার করে না। ঋষি কাপুর এইট পাশ । রণবীরের কাকা রণধীর কাপুর নাইন পাশ। বলিউডের তারকারা বাইরে থেকে যতটা দেখান, ততটা একেবারেই নন। কাপুর পরিবারের একেকজন প়ড়াশোনায় লবডঙ্কা। পরিবারের জন্য অভিনয়তে সহজেই সুযোগ পেয়েছেন বলেন নেটিজেনরাও । কিন্তু লেখাপড়াটা হয়নি!তবে শোনা যায় আলিয়া স্কুল পাশ করার পর, আর পড়াশোনার দিকে ঝোঁকেননি। তারপরেই চলে আসেন অভিনয়ে। কেউ কেউ তাই তো মজা করে বলেন , ঠিক বাড়িতেই বিয়ে হয়ে এসছেন আলিয়া।

করিশ্মা চেষ্টা করেছিলেন। কিন্তু বেশিদূর লেখাপড়া আর হয়ে উঠেনি। মুম্বাইয়ের কাথিড্রাল অ্যান্ড জন কনন স্কুল থেকে পড়াশোনা করার পর তিনি মুম্বাইয়ের সুফিয়া কলেজে ভর্তি হন উচ্চ শিক্ষার জন্য। কিন্তু অভিনয় নিয়ে বড্ড ছোটবেলা থেকেই ব্যস্ত হয়ে পড়েছিলেন বলে পড়াশোনা ছেড়ে দেন। কারিশমা কাপুর

রণধীর ও ববিতার ছোট মেয়ে করিনা মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি পডে়ছেন। মুম্বাইয়ের জামনাবাই নরসি স্কুল দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুলে পড়াশোনা করেছেন। মিঠিবাই কলেজে দুই বছর পড়ার পর মাইক্রোকম্পিউটারে তিন মাসের কোর্সের জন্য বিদেশে যান। আইজীবী হতে চেয়েছিলেন , পড়েছিলেন একবছর। তারপরেই সিনেমায় কাজের সুযোগ আসে। আর সেই কোর্স করা শেষ হয়নি।

রণবীর বরাবরই এসব নিয়ে ঠোঁট কাটা। ২০২২ সালের এপ্রিল মাসে রণবীর কাপুর বিয়ে করেন আলিয়া ভাটকে। তারপর তাকে নিয়ে কম জলঘোলা হয়নি। তবে রণবীর নিজের পড়াশোনার উপর তেমন আগ্রহ না থাকলেও মাঝপথে তা ছেড়ে দেননি কখনও। রণবীর স্কুল অফ ভিজ্যুয়াল আর্টসে পড়ার জন্য নিউইয়র্কেও যান। এই পরিবারে দুই উজ্জ্বল নক্ষত্র বলতে করিনা আর রণবীরকেই বোঝান অনুরাগীরা।

https://www.facebook.com/100082942485331/posts/357559423685471/?mibextid=rS40aB7S9Ucbxw6v

Exit mobile version