Winter care eyes: শীতে চোখে শুষ্কভাব? ক্ষতি এড়াতে কোন কোন উপায়ে যত্ন নেবেন

।।প্রথম কলকাতা।।

Winter care eyes: শীতে অনেকেই চোখে ব্যথার কথা বলে থাকেন। আসলে এই সময় চোখের আদ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যায়। ফলে অনেক সময় চোখে ব্যথা হতে পারে। কারণ এই সময় ধুলোবালি ও শুষ্ক বাতাস বইতে থাকে। চোখকে শুষ্ক করে ফেলে। আবহাওয়া পরিবর্তনের কারণে চোখে আদ্রতা এবং তৈলাক্ততা কমে যায়। যা চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর।

শীতকালে সাধারণত চুল ও ত্বকের যত্ন নেওয়া হয়। কিন্তু চুল, ত্বক ছাড়াও শীতে বিশেষ ভাবে চোখের যত্ন নেওয়া ভীষণ দরকারি। এবার জেনে নিন কিভাবে নেবেন চোখের যত্ন।

চোখ হল শরীরের সবচেয়ে সংবেদনশীল একটি অংশ। তাই শীতকালে চোখের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। প্রতিনিয়ত বিষাক্ত পরিবেশের সংস্পর্শে এসে বিষাক্ত গ্যাস ধূলিকণা শুষ্ক বাতাসের মুখোমুখি হতে হয় চোখকে। আর এইসবের থেকে চোখকে রক্ষা করতে প্রয়োজন যত্ন।

 

 

Exit mobile version