Plastic Bottle: গরমে প্লাস্টিক বোতলে জল খাচ্ছেন, ডাকছেন ক্যানসার! জানুন কারণ

।। প্রথম কলকাতা ।।

 

Plastic Bottle: অসহ্য গরমে তৃষ্ণা মেটাতে রাস্তা থেকে ঠান্ডা জলের বোতল(Plastic Bottle) কিনছেন। ঢক ঢক করে জল পান করে আপনার তৃষ্ণা মিটছে ঠিকই। উল্টোদিকে রয়েছে মারাত্মক ক্ষতিকারক দিক। আপনি যদি প্রতিদিন নিয়ম করে প্লাস্টিকের বোতলে জল পান করে থাকেন তাহলে একটু সাবধান। চেষ্টা করুন এই অভ্যাস থেকে দূরে থাকার। প্লাস্টিক যে মানব সভ্যতার জন্য কত বড় অভিশাপ তা বলার অপেক্ষা রাখে না। প্লাস্টিকের পাত্র থেকে শুরু করে প্লাস্টিকের যে কোন জিনিস থেকেই পরিবেশের ক্ষতি হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে প্রতিদিন যদি জল পানের ক্ষেত্রে প্লাস্টিকের বোতল ব্যবহার করেন তাহলে মারাত্মক বিপদ। অনেকেই বাড়িরই বাইরে গেলে তৃষ্ণা মেটাতে রাস্তাঘাট থেকে কিংবা ভালো দোকান থেকে মিনারেল ওয়াটার(Mineral Water) কিনে খান, কিন্তু সেই জল থাকে প্লাস্টিকের বোতলে। আপনি কি জানেন এই সিল করা পানের বোতল আপনার জন্য কতটা বিপজ্জনক প্রমাণিত হতে পারে। এক প্রতিবেদনে বলা হয়েছে, বদ্ধ প্লাস্টিক বোতলের জল ক্যানসারের(Cancer) মতো বিপজ্জনক রোগকে শরীরে ডেকে আনে। বর্তমানে জল ব্যবসায়ীরা অবৈধ প্লান্ট স্থাপন করে নির্বিচারে জল বিক্রি করছে। মানুষ জানে না তাদের জল পরিষ্কার কি না। একই সঙ্গে যেসব প্লাস্টিকের বোতলে জল বিক্রি হচ্ছে তাতেও বাড়ছে রোগের ঝুঁকি।

 

জলে বিপজ্জনক রাসায়নিক

গ্রীষ্মকালে প্লাস্টিকের বোতলে ভর্তি জল আরো গরম হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে এসব বোতল থেকে বিপজ্জনক রাসায়নিক পদার্থ জলে দ্রবীভূত হতে থাকে , যা ক্যানসারের মতো রোগ সৃষ্টি করে। এই জল লিভার ও পাকস্থলী সংক্রান্ত মারাত্মক রোগও বাড়ায়, যার খেসারত মানুষকে দীর্ঘকাল বা সারাজীবন ভোগ করতে হয়। ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদনে বলা হয়েছে যে প্লাস্টিক আইটেমগুলি পানীয় বা খাবারে অল্প পরিমাণে রাসায়নিক নির্গত করে। তাপমাত্রা এবং সময় বৃদ্ধির সাথে সাথে প্লাস্টিকের রাসায়নিকগুলি আরো সক্রিয় হতে শুরু করে। মাইক্রো-প্লাস্টিকের কারণে, আপনি যদি প্লাস্টিকের বোতল থেকে জল পান করতে থাকেন তাহলে পেট সংক্রান্ত রোগ হতে পারে। এছাড়াও এটি হরমোনের ভারসাম্যহীনতার দিকে নিয়ে যেতে পারে যা PCOS, ডিম্বাশয়ের সমস্যা, স্তন ক্যানসার, কোলন ক্যানসার সহ আরো অনেক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

 

প্লাস্টিকের বোতল থেকে জল পানের বিপদ

•প্লাস্টিকের বোতল সূর্যের আলোয় গরম হওয়ার ফলে ডাইঅক্সিন নামক টক্সিন নির্গত হয় যা সেবন করলে স্তন ক্যানসার হতে পারে।

•প্লাস্টিক বোতলে থাকা বাইফেনাইল এমন একটি রাসায়নিক যা ডায়াবেটিস, স্থূলতা, প্রজনন সমস্যা, আচরণগত সমস্যা এবং মেয়েদের মধ্যে প্রাথমিক বয়ঃসন্ধির মতো অনেক স্বাস্থ্য সমস্যা হতে পারে। প্লাস্টিকের বোতলে জল সংরক্ষণ করে পান না করাই ভালো।

•প্লাস্টিকের বোতলে জল পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপকভাবে প্রভাবিত হয়। প্লাস্টিকের বোতল তৈরির সময় নানান রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় , যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ব্যাহত করে।

•প্লাস্টিকের মধ্যে phthalates নামক রাসায়নিক উপস্থিতির কারণে, প্লাস্টিকের বোতল থেকে জল পান করার ফলে লিভার ক্যানসার এবং শুক্রাণুর সংখ্যা হ্রাস পেতে পারে।

ফ্রেডোনিয়ার স্টেট ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক দ্বারা করা একটি সাম্প্রতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, বোতলজাত জলে, বিশেষত জনপ্রিয় ব্র্যান্ডগুলিতে অত্যধিক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক রয়েছে। মাইক্রোপ্লাস্টিক হল ছোট প্লাস্টিকের ধ্বংসাবশেষ যার পরিমাপ ৫ মিলিমিটার বা তার থেকে ছোট। ৯৩ শতাংশের বেশি বোতলজাত জলে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার এখনও উদ্বেগের বিষয়।

Exit mobile version