Married women rituals: শাঁখা-সিঁদুর পরেন না! ভুল করছেন না তো? কারণ জানুন

।। প্রথম কলকাতা ।।

Married women rituals: বিয়ের পর অনেকেই শাঁখা-সিঁদুর পরেন না।শাঁখা সিঁদুর সে তো ওল্ড ফ্যাশন!কিন্তু জানেন কি?শাঁখা-সিঁদুর-নোয়া-পলা মোটেই কুসংস্কার নয়।

স্বামীর মঙ্গল কামনায় শাঁখা-পলা পরা উচিত নাকি অন্য কোনও কারণ!ঠিক কী কারণে এগুলো পরতে হয় মহিলাদের? মাথা ভর্তি সিঁদুর (Sindur)। হাতে শাঁখা, পলা নোয়া সামলাবে কে! কেন আসলে পরা হয় শাঁখা-পলা? শাস্ত্র কী বলছে জানেন?

মা, ঠাকুমারা বলে থাকেন স্ত্রী তাঁর স্বামীর মঙ্গলকামনায় শাঁখা-সিঁদুর পরে এগুলিই মেয়েদের অলঙ্কার।
কিন্তু মঙ্গল কামনার দায় স্ত্রীর একার হবে কেন?আধুনিক নারীর মন পাল্টা যুক্তি সাজায়।কিন্তু জানেন কি
কপাল ভর্তি সিঁদুর থাকলে ভালো হবে আপনারই!

বিবাহিত নারীর (married women) সঙ্গে শাঁখা-সিঁদুর-নোয়া-পলা কীভাবে জড়িয়ে জানেন?শাস্ত্র বলছে, স্বামীর মঙ্গল নয়! তর্জনি দিয়ে সিঁদুর পরলে মানসিক শান্তি বাড়বে আপনার।মধ্যমা ব্যবহারে আয়ু বাড়ে স্ত্রীদের।প্রাচীন কালে সিঁদুরের রঙ লাল ছিল নাসেসময় হলুদ গুঁড়ো দিয়ে সিঁদুর তৈরি হত।পরে তাতে লাল রং ( red colour)মিশিয়ে সিঁদুদের রঙ পাল্টে যায়। শাস্ত্রমতে লাল শক্তির প্রতীকদেবী দুর্গা (Durga Devi) থেকে কালী আপনার রক্তেও (Blood) সেই একই নারীশক্তি।তাই লাল রঙা সিঁদুর দিয়ে সিঁথি রাঙিয়ে তোলেন এয়োস্ত্রীরা।

একজন মহিলা বিয়ের পর শুধু তাঁর স্বামীর জন্য বাঁচেন। শাস্ত্র না জেনেই এই অন্ধবিশ্বাস অনেকের মনেই বাসা বেঁধে রয়েছে। শাখা কেন পরে থাকতে হয় মহিলাদের?
শাখা রজোগুণকে বোঝায়।নারীরা প্রকৃতির নিয়মে রজঃস্বলা হন।রজঃস্বলা মানে শাস্ত্রে তিনি সংসারের চালিকাশক্তি, সন্তানের জন্ম তারাই দেন। Aতাই শাখা শুধু স্ত্রীদের জন্যই ।আমরা জানি হাত কর্মের প্রতীক।সংসারের বিপুল দায়িত্ব মেয়েদের ।এই হাত দিয়েই সামলাতে হয়।সেই হাতেই মেয়েদের হাতে সাদা শাঁখা ও লাল পলা পরার রীতি।

মনে করা হয় যে স্ত্রীর সিঁদুর যে কোনও বিপদের হাত থেকে স্বামীকে রক্ষা করতে পারে। যদিও শাস্ত্রে সিঁদুর না পরলেই যে অমঙ্গল হবে। এমন কিন্তু কোথাও লেখা নেই
প্রজাপ্রতি ব্রহ্মার প্রতি শপথ করেই বিয়ের (marriage) অনুষ্ঠানে যজ্ঞের পর সিঁদুর দানের অনুষ্ঠান হয়।যে কারণে সিঁথির সিঁদুরকে এত পবিত্র বলে মনে করা হয়। শাঁখার মতো পলাও দুহাতে পরা হয়।পলা হল লাল রঙের প্রবাল রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে পলার বিশেষ ক্ষমতা রয়েছে ।একজন মহিলা সন্তানের জন্ম দেন
সেই কারণেই দুহাতে পলা পরেন ।অনেকের বিশ্বাস আগেকার দিনে মেয়ে যাতে পালিয়ে না যায় তার জন্য
হাতে পরানো হত লোহার বেড়ি বা লোহার শিকল সেটাই লোহা বাঁধানোয় পরিণত হয়েছে। কিন্তু আসলে তা নয় লোহা (Iron) হল একটি শুদ্ধ ধাতু। সংসারে সুখ যাতে থাকে, সে নিজেও যাতে সুখী হয় সেই জন্যই এই ধাতু বিয়ের পর পরিয়ে দেওয়া হয় মেয়েদের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version