Global Happiness Index: বিশ্বের সবথেকে সুখী দেশ কোনটা জানেন? এই তালিকায় ভারতের অবস্থান কোথায়?

।। প্রথম কলকাতা ।।

Global Happiness Index: ২০ মার্চ গোটা বিশ্ববাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। বিশ্বজুড়ে পালন করা হচ্ছে সুখ দিবস (Happiness Day)। রোজকার কাজের ব্যস্ততা আর সাংসারিক চাপ সামলে অনেকের কাছেই সুখ যেন অধরা। অথচ এই সুখ রয়েছে মানুষের হাতের মুঠোয়। একাকিত্বকে দূরে সরিয়ে প্রাণ খুলে হাসলে আর মনের কথা বন্ধুদের সঙ্গে ভাগ করে নিলে কিছুটা হলেও সুখের নাগাল পাওয়া যায়। বিশ্বের কোন দেশগুলি সবথেকে সুখী দেশ, আর কোন দেশ সুখী দেশ নয়? এই নিয়ে বহুবার নানান রিপোর্ট (Report) হয়েছে। রিপোর্ট অনুযায়ী, পৃথিবীর (World) সব থেকে সুখী দেশ কোনটা জানেন? এই সুখী দেশের তালিকায় ভারতের (India) অবস্থান ঠিক কোথায়?

২০২৩ এর গ্লোবাল হ্যাপিনেস রিপোর্ট (Global Happiness Index) অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষ ২০টি দেশে একটিও এশিয়ান দেশ নেই। তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। টানা ছয় বছর ধরে একই অবস্থান ধরে রেখেছে দেশটি। অর্থাৎ গোটা বিশ্বের মধ্যে সবথেকে বেশি সুখী মানুষ বাস করেন ফিনল্যান্ডে। এদেশের জনসংখ্যা ৫৫ লক্ষের বেশি। হ্যাপিনেস ইনডেক্সে ফিনল্যান্ড ৭.৮৪২ পয়েন্ট পেয়েছে। হ্যাপিনেস ইনডেক্স এই রিপোর্টটি করার সময় দেশের জিডিপি, জীবনযাত্রার মান এবং মানুষের গড় আয়ুকে গুরুত্ব দিয়ে থাকে। কোভিড সময়কাল অর্থাৎ ২০২০ থেকে ২০২২ এর মধ্যে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়নি।

‘হিন্দুস্তান’ (হিন্দি) এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের টেকসই উন্নয়ন সলিউশন নেটওয়ার্কের অধীনে প্রকাশিত প্রতিবেদনটি ১৫০ টিরও বেশি দেশের বৈশ্বিক সমীক্ষার তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এক্ষেত্রে ২০২০ থেকে ২০২২ পর্যন্ত, গত তিন বছরে তাদের গড় জীবন মূল্যায়নের ভিত্তিতে হ্যাপিনেস র‌্যাঙ্কিং তৈরি করা হয়েছে। এই তালিকায় সেরা ১০ এর মধ্যে প্রথম দিকে রয়েছে ফিনল্যান্ড(প্রথম) আর ডেনমার্ক (দ্বিতীয়)। তিন নম্বরে রয়েছে আইসল্যান্ড, যেটি তার সুন্দর উপত্যকার জন্য সারা বিশ্বে বিখ্যাত। ইসরায়েল চতুর্থ এবং নেদারল্যান্ডস পঞ্চম স্থানে রয়েছে। আগের বার নবম স্থানে ছিল ইসরায়েল। সুখী দেশের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে সুইডেন। সপ্তম স্থানে নরওয়ে, অষ্টম স্থানে সুইজারল্যান্ড, নবম স্থানে লুক্সেমবার্গ এবং দশম স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তালিকায় ১০ থেকে ২০ নম্বরে রয়েছে অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, যুক্তরাজ্য এবং লিথুয়ানিয়া। ১৫০টি দেশের তালিকায় ভারতের অবস্থান ১৩৬তম। গতবার ভারত ছিল ১৩৯তম স্থানে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version