শীতকালে মেকআপে এই ভুলগুলি করেন? জানুন শীতের মেকাপের কিছু নিয়ম

।। প্রথম কলকাতা ।।

শীতকালে মেকাপ করলে ত্বক শুষ্ক নিস্প্রান দেখায়? মেকাপ তুলে ফেলার পরেও নানান সমস্যা হয় নিশ্চয়? ত্বক ফেটে যাওয়া বা চামড়ায় টান ধরার মতো হাজার সমস্যা হয় শীতকালে মেকাপ করলে। তাই শীতকালে মেকাপ করতে গেলো কিছু নিয়ম মেনে চলা ভীষণ জরুরি। শীতে ত্বককে সুন্দর রাখতে মেকআপে কোন ভুলগুলি একদমই করবেন না সেটাই থাকছে এই প্রতিবেদনে।

শীতকাল মানেই উৎসবের মেজাজ, খাওয়াদাওয়া, পার্টি আর টইটই করে ঘুরে বেড়ানো! বছরের এই সময়টাই রোজ আশ মিটিয়ে মেকআপ করা যায়! কিন্তু এই সময়টাতেই আবার মুখে নিখুঁত বেস আর স্নিগ্ধ মসৃণ মেকআপ করতে গিয়ে বেশ ঝামেলাতেও পড়তে হয়! শীতের শুকনো হাওয়ায় ত্বক শুষ্ক হয়ে যায় আর মুখের শুকনো টান ধরা অংশগুলোয় ফাউন্ডেশন জমে গিয়ে পুরো লুকটারই বারোটা বেজে যায়! তবে চিন্তার কিছু নেই, কিছু কৌশল আর কায়দা জানা থাকলে এই সমস্যা এড়ানো সম্ভব।

মেকাপের আগে ফেস ভালোভাবে ক্লিন করে অবশই সঠিক ময়শ্চারাইজার মাখুন। ঘন ক্রিমের মতো ময়শ্চারাইজার মানেই যে শীতের রুক্ষতার মোকাবিলা করতে পারবে, তা কিন্তু নয়! বরং এমন ময়শ্চারাইজার মাখুন যা আপনার ত্বকের উপযোগী। যাঁদের ত্বক তেলতেলে তাঁরা জেল-বেসড ময়শ্চারাইজার মাখবেন। ময়শ্চারাইজিং আমাদের ত্বকের যত্নের রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষত শীতকাল নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা দরকার। কিন্তু ময়েশ্চারাইজার লাগানোর পরই মেকআপ করা শুরু করে দেবেন না। ত্বক ময়েশ্চারাইজ করার পর অবশ্যই প্রাইমার ব্যবহার করবেন। অনেকেই রয়েছেন যাঁরা এটা এড়িয়ে যান। তাই সবসময় এমন একটি হাইড্রেটিং প্রাইমার বেছে নিন যাতে প্রয়োজনীয় সব উপাদান থাকে।

শীতকাল বলে এসপিএফ এড়িয়ে যাবেন না শীতকালে কি সূর্যের আলো পড়ে না? তাহলে সানস্ক্রিন এড়িয়ে যাবেন কেন? গ্রীষ্মকালের মত তাপ অনুভব না করলেও শীতকালেও সূর্যের আলো আমাদের ত্বককে ক্ষতিগ্রস্ত করে। তাই ৩০ এর উপরে একটি এসপিএফ বেছে নিন এবং এটি ব্যবহার করতে ভুলবেন না।

ফাউন্ডেশন প্রয়োগের জন্য ব্রাশ ব্যবহার করুন আপনি যদি সারা বছর একটি ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেন তবে সেটা এই ঋতুতে পরিবর্তন করার সময় এসেছে। একটি মসৃণ, আর্দ্র ফাউন্ডেশনের প্রলেপ দিতে আপনার আর্দ্রতা যুক্ত ব্রাশ বা ব্লেন্ডিং স্পঞ্জ ব্যবহার করুন।

খুব বেশি পাউডার ব্যবহার করবেন না। অনেকেই মেকআপ সেট করতে প্রচুর পাউডার ব্যবহার করেন। কিন্তু শীতকালে অতিরিক্ত পাউডার ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।তাই চেষ্টা করুণ একটু কম পাওডার লাগানোর

আর অবস্যই লিপবাম ইউস করবেন। অনেকেই রয়েছেন যাঁরা শীতেও লিপ ব্লাম ব্যবহার করেন না। কিন্তু এটি ব্যবহার করা উচিত। এতে একটি অন্য লুক আসে এবং ঠোঁট হাইড্রেট থাকে।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version