Dengue Death: বেলেঘাটা আইডিতে মৃত্যু ডেঙ্গি আক্রান্ত মহিলার, ক্রমশ বাড়ছে উদ্বেগ

।। প্রথম কলকাতা ।।

Dengue Death: রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গিকে কেন্দ্র করে উদ্বেগ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সোমবার ফের ডেঙ্গিতে মৃত্যু (Dengue Death) শহর কলকাতায়।

সোমবার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হল রাজারহাটের বাসিন্দা হামিদা খাতুনের। বছর ৩৯-এর হামিদার ডেঙ্গি হেমারেজিক ফিভারে মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

গত ১১ নভেম্বর মৃত্যু হয় ৩০ বছর বয়সী রোহিত দাসের। সন্তোষপুরের বাসিন্দা রোহিত ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে। গত শুক্রবার সকালে মারা যান তিনি।

অন্যদিকে গত বৃহস্পতিবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১৪ বছরের ভার্গবি মণ্ডলের। কলকাতার ১০৫ নম্বর ওয়ার্ডে হালতুর বাসিন্দা ভার্গবি এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিল তারপর সেখানেই সে প্রাণ হারায়।

অন্যদিকে সপ্তাহের শেষে আক্রান্ত সামান্য কমলেও ডেঙ্গি নিয়ে উদ্বেগ অব্যাহত। ৫৫ হাজার ছাড়িয়েছে মোট আক্রান্তর সংখ্যা। শুধু কলকাতাতেই আক্রান্ত ৬০০০-এর বেশি মানুষ। এই মুহুর্তে কলকাতার ১২টি ওয়ার্ডে ১০০-র বেশি মানুষ আক্রান্ত। এখনও মৃত্যু হয়েছে প্রায় ৯০ জনের। তার মধ্যে কলকাতাতেই ২৬ জন

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version