POK নিয়ে আমেরিকাকে দিল্লির ওয়ার্নিং! কোন কলকাঠি নাড়ছিল যুক্তরাষ্ট্র ? ঘরে ঘরে তালা

।। প্রথম কলকাতা‌ ।।

পিওকে নিয়ে ভারত যুক্তরাষ্ট্রকে রীতিমত ওয়ার্নিং দিল। পাক অধিকৃত কাশ্মীরে প্রতিনিধি পাঠিয়ে কোন কলকাঠি নাড়ে আমেরিকা? পিওকের ঘরে ঘরে তালা হচ্ছেটা কি? পাকিস্তানের নির্বাচনের আগেই হেস্তনেস্ত হবে। পাকিস্তানি আর্মিকে ওপেন চ্যালেঞ্জ পিওকের জনতা সেখানকার অলিগলি এলাকার পর এলাকার নাম নিয়ে ঘোষণা করে দিচ্ছে এই এলাকা তাদের, পাকিস্তান বা পাকিস্তানের সেনার নয়।

২২ অক্টোবর এমন কি হতে পারে পাকিস্তানে? ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে রীতিমত দিয়ে দিল ওয়ার্নিং। আমেরিকা হয়ত ভেবেছিল তাদের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতির জেরে দিল্লি হয়ত যুক্তরাষ্ট্রের পিওকে নিয়ে নাক গলানোয় চুপ থাকবে। না সেটা একেবারেই হল না। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী মার্কিন রাষ্ট্রদূতের পিওকে সফর নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। জম্মু কাশ্মীর ভারতের অংশ। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মান করার আহ্বান জানাতে চাই।

কবে পিওকে-তে প্রতিনিধি পাঠিয়েছিল আমেরিকা? পাকিস্তানের মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুম পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বাল্টিস্তানে সফর করেন। মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরিভাবে চেয়েছিল এই ইনফরমেশন যাতে গোপন থাকে, কিন্তু তা পাকিস্তানই প্রকাশ্যে এনে দেয়। পাক দৈনিক ডনের প্রতিবেদন অনুযায়ী ছয় দিনের Pok সফর করেন পাকিস্তানের মার্কিন রাষ্ট্রদূত। ব্লুম গিলগিট-বাল্টিস্তানের একাধিক এলাকা ঘুরে দেখেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে দেখাও করেন।

এর আগেও ব্লুম পিওকেতে গেছিলেন আর তাতে ভারত রীতিমত আপত্তিও জানিয়েছিল। এবার সেজন্যই এই তথ্য গোপনেই রাখতে চেয়েছিল আমেরিকা। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক আগের থেকে যতই মজবুত হোক না কেন যতই মোদীর প্রশংসায় পঞ্চমুখ হোক না কেন আমেরিকান প্রেসিডেন্ট পিওকে নিয়ে ভারত কোনও আপস করবে না। সবথেকে বড় কথা এই বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও সাহায্য চায় না ভারত, সেটা আরও একবার প্রমাণ করে দিল দিল্লি।

এদিকে জানা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে কার্যত শাটডাউন হয়ে যাচ্ছে। বহু এলাকায় দোকানপাট বন্ধ করে প্রতিবাদ করছে মানুষ মুজাফফরাবাদ, কোটলি, মীরপুর, রাওলাকোটে বাড়িতে বাড়িতে ঢুকে পাকিস্তান পুলিশ অত্যাচার করেছিল মহিলাদের ওপর এমনটাই খবর। এরপরই কার্যত রাস্তায় নেমে প্রতিবাদের ঝড় তোলে পিওকের জনতা। চিতকার করে বলছে তারা পাকিস্তান আর্মি শেষ দেখেই ছাড়বে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version