চাইনিজ ল্যাপটপ ব্যান করল দিল্লি! বড় ঝটকা জিনপিংকে, ভাইরাস না অন্য খেলা?

।। প্রথম কলকাতা ।।

চীনের ওপর বড় নিষেধাজ্ঞা লাগাল ভারত জোর ঝটকায় বেজিং। বড় আঘাত বাজারে বেজিংয়ের এই পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে। চীনা ল্যাপটপের সেটিংসে এমন কি কোনও হ্যাকিং ডিভাইস। ভারত কেন এত বড় সিদ্ধান্ত নিল ল্যাপটপ আমদানি বন্ধ করার। দেশের বড় লাভ বলছেন বিশ্লেষকেরা। একেই তো বন্যার দাপট তারপর এত বড় তুফান সামলাতে পারবে চীন? খবর বলছে বিদেশ থেকে ল্যাপটপ, কম্পিউটার আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু গভীরে ঢুকলেই হাতেনাতে প্রমাণ চীনের বাণিজ্যে ধাক্কা। সত্যিই কি মেড ইন চাইনার ল্যাপটপ আর ঢুকবে না ভারতে। নাকি আসলে ব্যাপারটা অন্য কিছু।

ভারতবাসীর ডেটা সিকিউরিটিই কি এমূহুর্তে বড় চিন্তার কারণ। এই খবর প্রকাশ্যে আসতেই প্রথম উদ্বেগ এবার বেজিংয়ের কোন ষড়যন্ত্র ধরে ফেলল ভারত কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এবার সরাসরি দোষটা চীনকে দেওয়া যাবে না। বিভিন্ন রিপোর্টে প্রমাণিত ভারত সবথেকে বেশি ল্যাপটপ বা কম্পিউটার আমদানি হয় চীন থেকেই।
২০২২ র তথ্য চীন থেকে মাত্র ৯ মাসে ল্যাপটপ আমদানি বেড়ে গিয়েছিল ৫ বিলিয়ন ডলার পর্যন্ত। আর তার ৭৩ শতাংশ ল্যাপটপ আসছিল চীন থেকে। ২০ বিলিয়ন ডলার ইমপোর্টেড ল্যাপটপে ভারত উড়িয়ে দিয়েছে। আর চীনও এসুযোগে ভারতীয় মার্কেট থেকে লুটছিল মুনাফা। একটা জিনিস লক্ষ্য করছেন ভারত কিন্তু ধীরে ধীরে চীনের ব্যবসার সুযোগ গুটিয়ে দিচ্ছে ভারতের মার্কেট থেকে। এতে ভারতের অনেক বড়সড় লাভ। ভারতের বাজারে এখন যে সমস্ত ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট পাওয়ায় যায়। তার বড় একটি অংশ বিদেশ থেকে আমদানি করা হয়। আবার এ সব তৈরির যন্ত্রাংশও আমদানি করা হয়।

কেন্দ্র এবার যা চাইছে তার জন্য কড়া সিদ্ধান্তটা নিয়েই নিল। ভারত চাইছে ইলেকট্রনিক্স হাবে পরিণত হতে কেন্দ্র চায় যত বেশি সম্ভব দেশের মধ্যে ইলেক্ট্রনিক্স দ্রব্য তৈরি করতে। বিদেশি বিভিন্ন সংস্থাও যাতে দেশের মধ্যে কারখানা স্থাপন করে সে বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য ১৭০ বিলিয়ন টাকার ফিনান্সিয়াল ইনসেনটিভ প্ল্যান এনেছে মোদী সরকার। দেশে ইলেক্ট্রনিক্স দ্রব্য বানাতে উৎসাহিত করতেই এই পরিকল্পনা কেন্দ্রের। এর মানে বিদেশী কোম্পানিও ফায়দা লুটতে চাইলে তাতে ভারতেরও যাতে ফায়দা থাকে। যেমন অলরেডি রিলায়েন্স অনেক কম টাকায় জিও বুক লঞ্চ করেছে, তবে পুরোপুরি বিদেশ থেকে আমদানি ব্যান নয় দিল্লি রাখল কড়া শর্ত। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিরেক্টর জেনারাল অব ফরেন ট্রেড। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদেশ থেকে ল্যাপটপ, পার্সোনাল কম্পিউটার, ট্যাবলেট আমদানি করতে গেলে লাইসেন্স করাতে হবে এবং বিশেষ অনুমতি নিতে হবে। তবে ‘ক্যাপিটাল গুডস’-এর ক্ষেত্রে আমদানিতে ছাড় মিলবে। মেক ইন চাইনা বা আর্দাস দেশ নয় মেক ইন ইন্ডিয়ার ল্যাপটপ কম্পিউটার ঘরে ঘরে ব্যবহার হোক এমনটাই চাইছে মোদী সরকার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version