National Investigation Agency: দাউদের ছক বানচাল করল এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির সিক্রেট মিশন

।। প্রথম কলকাতা ।।

National Investigation Agency: দাউদের সাজানো ছক কীভাবে বানচাল করল এনআইএ? এনআইএ এর বড় টার্গেট এবার খালিস্তানীরা বিদেশেই হবে সাফ। জানেন কতটা খতরনাক হয় এনআইএ এর অপারেশন? ২৬/১১ মুম্বই হামলার পরই বোঝা গেছিল খেলা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্ট নাম তো শুনেছেনই, কিন্তু এর কাজ কী জানেন? ভারতের দিকে চোখ তুলে তাকালে চোখ উপড়ে নেয় এনআইএ। আইবি, সিবিআই, সিআইডি, রাজ্য পুলিশ থাকতেও কোন জটিল সময়ে কেন তৈরি করতে হয়েছিল এনআইএ? কাকপক্ষীও টের পায় না যেভাবে এগোয় এরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি অজিত ডোভাল কাকে রিপোর্ট করে এনআইএ? শোনা যাচ্ছে উত্তরপ্রদেশের এক ডজন গ্যাংস্টারকে কালাপানিতে পাঠানোর ব্যবস্থা নিচ্ছে এনআইএ।

আপনি ভারতীয় হলে এই সব তথ্য আপনার জানাটা দরকার। ভারতে আবারও সন্ত্রাসবাদী হামলার ছক কষছে দাউদ ১২-১৩ কোটি টাকা পাকিস্তান হয়ে। হাওয়ালার মাধ্যমে ভারতে পাঠায় দাউদ তার সহকারী ছোটা শাকিল ২০২২শে এমনই রিপোর্ট তুলে ধরেছিল এনআইএ। অনেকেই বলেছেন, চাঞ্চল্যকর এই রিপোর্ট ফের বাঁচিয়ে দিয়েছিল ভারতকে। এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ২৬/১১ মুম্বই হামলা নড়ে যায় গোটা দেশ। প্রশ্ন উঠছিল ভারতের ইন্টালিজেন্সের ব্যর্থতা নিয়ে। সেবছরই ন্যাশনাল ইনভেস্টিগেশন বিল আনেন ততৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। গঠন করা হয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। পুলওয়ামা হামলার তদন্ত করেছে এই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিই।

এই সংস্থার স্পেসিফিক কাজটা ঠিক কী?

খালিস্তানিদের বাড়াবাড়ি বাড়ছে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে হামলা গভীর রাতে কনস্যুলেট ভবনে আগুন ধরিয়ে দেয় খালিস্তানপন্থীরা। গোপন সূত্রে খবর অপারেশন শুরু হয়ে গিয়েছে। এবার বিদেশেই নির্মূল হবে খালিস্তানিরা। ভারতের নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদা রক্ষা করার শপথ এনআইএ এর। এর মূল হেডকোয়ার্টার দিল্লির লোধী রোডে। সন্ত্রাসবাদ সংক্রান্ত যে কোনও কেসে তদন্তে দায়ভার নিতে পারে এনআইএ। তা সে আন্তঃরাজ্য হোক বা দেশে বড় জঙ্গি কার্যকলাপ সীমান্ত পেরিয়ে ড্রাগপাচার, টাকাপাচার, স্মাগলিং সংক্রান্ত কার্যকলাপে সার্চ, সিজ, অ্যারেস্ট, মামলা করার ক্ষমতা থাকে এনআইএ। ইউএপিএ অ্যাক্টটেও তদন্তের ভার নিতে পারে। কলকাতা, হায়দরাবাদ, সহ ১৯ টা রাজ্যে রয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার অফিস। কখনও ১০ রাজ্যে জঙ্গি ডেরায় হানা তো কখনও উত্তরপ্রদেশের গ্যাংস্টারদের মজা বোঝানো। প্রতিরক্ষা মহলের দাবি এনআইএ এর ফোকাসে এখন খালিস্তানীরা। বিদেশে বসে যারা ভাবছে ভারতের মর্যাদাহানী করবে তাদের দিন ঘনিয়ে আসছে কারণ এবার ময়দানে এনআইএ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version