।। প্রথম কলকাতা ।।
Skin Pigmentation: অনেকেই মুখের কালো দাগ নিয়ে চিন্তায় থাকেন। স্কিন পিগমেন্টেশন বা কালো দাগ ত্বকের সাধারণ সমস্যা। পিগমেন্টেশনের প্রধান কারণ হল মেলানিনের অতিরিক্ত উৎপাদন সপ্তাহে অন্তত দুবার ত্বকের যত্নের জন্য কিছুটা সময় বের করাই উচিত। ঘরের বাইরে সূর্যের অতিরিক্ত তাপে, গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করা, দূষণ, ভিন্ন আবহাওয়ার সংস্পর্শে আসেন, তাঁদের আরও বেশি খেয়াল রাখা প্রয়োজন।
ঘরোয়া উপায়ে ত্বকের উপর কালো ছোপের প্রতিকার পাবেন কীভাবে?
আপেল সিডার ভিনিগারে পলিফেনলিক যৌগ রয়েছে। যা ত্বকের পিগমেন্টেশন ঠেকাতে সাহায্য করে। এটি যে কেউ প্রতিদিন ব্যবহার করতে পারেন। আলুতে রয়েছে অ্যান্টি-পিগমেন্টেশন বৈশিষ্ট্যে। পিগমেন্টেড এলাকা এবং দাগগুলিতে বেশ ভাল কাজ করতে পারে। এইজন্য একটি আলু অর্ধেক করে কেটে টুকরো করা অংশ জলের মধ্যে ডুবিয়ে রাখুন। প্রায় ১০ মিনিটের জন্য ত্বকের উপর বৃত্তাকার ভাবে আলুর টুকরোটি আলতো করে ঘষুন।তারপর হালকা গরম জল দিয়ে মুখে ধুয়ে ফেলুন। ত্বকের কালো দাগ থেকে মুক্তি পেতে সপ্তাহে দুই বা তিনবার এই পদ্ধতিটি মেনে চলতে পারেন।
ব্ল্যাক টি ত্বকের জন্য ভালো। ব্ল্যাক বা লিকার চায়ের জলে একটি তুলোর বল ভিজিয়ে রাখুন এবং দিনে অন্তত দুবার পিগমেন্টযুক্ত ত্বকে লাগান। নারকেল তেল ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকেও ত্বককে বাঁচাতে সহায়তা করে। কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে মুখের ত্বকে ভালভাবে মাসাজ করুন। এরফলে ত্বকের স্তরের গভীরে প্রভাব ফেলে। মাসাজ হয়ে গেলে ২০-২৫ মিনিটের জন্য রেখে দিন। এরপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার এই পদ্ধতিটি মেনে চললেই সুফল পাবেন।
চন্দন ত্বকের জন্য দারুণ কার্যকরী। কারণ এই উপকরণের মাধ্যমে ত্বকের উপর কালো ছোপ আবছা করতে সাহায্য করে। চন্দন ও গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টটি গোটা মুখে লাগিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরার রস প্রাকৃতিক এলোভেরা জেল সরাসরি ত্বকের হাইপারপিটমেন্টেড এলাকায় প্রয়োগ করুন। এটি সকাল এবং সন্ধ্যায় ৩০ মিনিট করে মুখে রাখুন এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম