CV Anand Bose: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সিভি আনন্দ বোস, নেপথ্যে রয়েছে কোন কারণ?

। প্রথম কলকাতা।।

CV Anand Bose: চলতি সপ্তাহের বুধবারই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নিয়েছেন সিভি আনন্দ বোস। রাজ্যে ২দিন কাটিয়ে শনিবার দিল্লিতে পৌঁছেছেন তিনি। আর সেখান থেকেই সোজা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ছুটেছেন বাংলার রাজ্যপাল। তারপর সেখান থেকে যান বঙ্গভবনে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তাঁর দেখা করার কথা রয়েছে। কিন্তু অনেকের মনেই প্রশ্ন, হঠাৎ তাঁর এই সফরের কারণ কী?

নিয়মমাফিক যে কোনও রাজ্যের রাজ্যপাল দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সাড়েন। সেভাবে বাংলার রাজ্যপালও সৌজন্য সাক্ষাৎ সাড়তে গিয়েছেন। চলতি সপ্তাহে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় পা রাখেন আনন্দ বোস। ‘টিভি৯ বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এরপর এদিন দিল্লিতে গিয়েছেন তিনি।বিমানবন্দর থেকে সোজা যান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে‌। যদিও প্রধানমন্ত্রী ও বাংলার রাজ্যপালের মধ্যে কী কথা হয়েছে, সে বিষয়ে বিস্তারে কিছুই জানা যায়নি। এদিকে তাঁর অমিত শাহের সঙ্গে দেখা করারও কথা রয়েছে, কিন্তু গুজরাট সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাই তাঁদের দেখা হওয়ার সম্ভাবনা কমই বলা যায়।

এর আগে মেঘালয় সরকারের উপদেষ্টা পদে ছিলেন আনন্দ বোস। তাঁকে জগদীপ ধনখড়ের উত্তরসূরী করে পাঠানোর সিদ্ধান্তের পেছনেও কোনও রণকৌশল রয়েছে বলেই ধারনা বিশ্লেষক মহলের। আর এদিন দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আরও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। অন্যদিকে তাঁর শপথ গ্রহণের দিনই ঝালদা পুরসভা ইস্যুতে তাঁকে চিঠি পাঠিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজভবনে ডেকে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন শুভেন্দু অধিকারীও। পশ্চিমবঙ্গের ২২তম স্থায়ী রাজ্যপাল হিসেবে চলতি মাসের ১৭ তারিখ নাম ঘোষণা করা হয় আনন্দ বোসের। রাষ্ট্রপতি ভবন থেকে তাঁর নিয়োগের চিঠি প্রকাশিত হয়। এরপর ২৩ নভেম্বর শপথ নিয়েই শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তিনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version