রাস্তায় কুমির-সিংহ, আবহাওয়ার ভয়ঙ্কর খেলা ভারতে! বর্ষার দাপটে বারংবার বন্যা, কতটা রিস্কে বাংলা?

।। প্রথম কলকাতা ।।

রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমির-সিংহ! বর্ষার ভয়ানক রুপ গুজরাটে। ফের বর্ষার রিভার্স স্যুইং। নতুন করে বর্ষার দাপট, একের পর এক রাজ্যে রেড-অরেঞ্জ অ্যালার্ট জারি। কোন পথে এগোচ্ছে ভারতের বর্ষা পরিস্থিতি? কোথাও অতিবৃষ্টি, কোথাও বৃষ্টির ঘাটতি। শুরু আবহাওয়ার ভয়ঙ্কর খেলা। মৌসম ভবনের পরিসংখ্যানে মাথায় বাজ পড়বে। এবার কী বাণভাসি বাংলাও? অঝোর ধারায় বৃষ্টি। বাণভাসি গুজরাট। ভেসেছে সিংহের আস্তানাও। জঙ্গল ছেড়ে রাস্তায় উঠে এসেছে সিংহ।

গুজরাটে দেখা দিয়েছে হড়পা বানও। বর্ষার জলে ডুবে কয়েক জনের মৃত্যু হয়েছে বলে খবর। প্রবল বৃষ্টিতে আমেদাবাদ, জুনাগড়ের পরিস্থিতি মারাত্মক। জনজীবন বিপর্যস্ত। রাস্তায় ‘পার্ক’ করে রাখা গাড়ি ভাসতে ভাসতে চলে যাচ্ছে বহু দূরে। জলের তলায় দোকানপাট, বাড়িঘর।ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি। শুধু গুজরাট নয় রিস্কে দিল্লি, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড সহ মোট সাতটি রাজ্য। মাঝারি থেকে ভারী বৃষ্টি হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ, রাজস্থানে। কমলা সতর্কতা রয়েছে মধ্য প্রদেশ, কর্নাটক, ওডিশা, গোয়া, কেরালায়। দক্ষিণের বিভিন্ন দেশ অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, তেলঙ্গানা, কর্নাটকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত গোটা সপ্তাহ জুড়েই। উত্তর পূর্ব ভারতেও ভারী বৃষ্টি। মিজোরাম, মণিপুর, ত্রিপুরা নাগাল্যান্ড ও ভাসছে বৃষ্টিতে। অথচ, বড়সড় বৃষ্টির ঘাটতি কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

মোট কথা যেখানে প্রতি বছর অনেক বৃষ্টি হয়, সেখানে এ বছর বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম। আবার যেখানে খুব বেশি বৃষ্টি হতে দেখা যায় না, সেই এলাকাগুলোই এবার বর্ষায় কার্যত ভেসে গিয়েছে। মৌসম ভবনের প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। দেখা গিয়েছে, উত্তর এবং মধ্য ভারতের একটা বড় অংশে এ বছর বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে ৬০ শতাংশ বেশি। আবার, উত্তর-পূর্ব ভারতে এ বছর বৃষ্টিপাতের পরিমাণ তুলনায় অনেক কম! মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং অসমের একাংশে স্বাভাবিকের চেয়ে ৬০ থেকে ৯৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় রীতিমতো আতঙ্কিত দেশের মানুষ। দেশের একদিক যখন ভেসে যাচ্ছে তখন বাংলার পরিস্থিতি কি রকম? বিগত ৩৫ দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৩৮ শতাংশ। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলায় বৃষ্টির ঘাটতি ৫০ শতাংশ। অর্থাৎ যা বৃষ্টি হওয়া উচিৎ ছিল তার অর্ধেক বৃষ্টি পেয়েছে এই ৪ জেলা। এর মধ্যেই শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণাবর্ত। নিম্নচাপের জেরে তুমুল দুর্যোগের আশঙ্কা ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পশ্চিমবঙ্গেও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version