Amit Shah: ‘পাক অধিকৃত কাশ্মীরের সৃষ্টি নেহেরুর ঐতিহাসিক ভুলে’, চড়া সুর অমিত শাহের

।। প্রথম কলকাতা।।

Amit Shah: ‘পাক-অধিকৃত কাশ্মীর আমাদের’, সংসদে দাঁড়িয়ে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য ২৪ আসন সংরক্ষিত রেখেছি। জানা গিয়েছে, জম্মুতে আগে ৩৭টি আসন ছিল। এখন ৪৩টি আসন হয়েছে। কাশ্মীরে আগে ৪৬টি আসন ছিল। এখন ৪৭ হয়েছে। আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য ২৪টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। আগে সবমিলিয়ে জম্মু ও কাশ্মীর বিধানসভায় ১০৭টি আসন ছিল। এখন সেটা বেড়ে হচ্ছে ১১৪।

গত বুধবার সংসদে জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল ২০২৩ এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল ২০২৩ পাস হয়। বিল পাসের সময় কাশ্মীর ইস্যুতে পণ্ডিত জওহরলাল নেহেরুর (Jawaharlal Nehru) নীতিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন শাহ (Amit Shah)। প্রথমত, যুদ্ধবিরতি ঘোষণা করা এবং নেহেরুর দ্বিতীয় ভুল, ভারতের অভ্যন্তরীণ ইস্যুকে রাষ্ট্রসংঘে নিয়ে যাওয়া। এই দুটি ভুলের কারণে জম্মু ও কাশ্মীর প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে এমনি দাবি করেন অমিত শাহ। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, জওহরলাল নেহেরু যদি সঠিক পদক্ষেপ করতেন, তাহলে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর বলে কিছু থাকতো না। পাক দখলকৃত কাশ্মীর এখন ভারতের অংশ হয়ে যেত। এটা নেহেরুর একটা ঐতিহাসিক ভুল ছিল।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে সংসদে ফের কাশ্মীর ইস্যুতে জওহরলাল নেহরুর নিন্দায় সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। এবারে যে বিলগুলি পাশ হওয়ার কথা তার মধ্যে গুরুত্বের বিচারে উপরে রয়েছে জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল।বিলগুলি নিয়ে আলোচনার সময় অমিত শাহ বলেন, “পাক অধিকৃত কাশ্মীর হামারা হ্যায়।” এর সঙ্গে তিনি জানান, ২০১৯ সালের ৫ অগাস্ট যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার জন্য কাশ্মীরের আমূল পরিবর্তন হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version