।। প্রথম কলকাতা ।।
Gangasagar Mela: করোনা সংক্রমণের দুঃস্বপ্নকে কাটিয়ে ২০২২ সালে স্বাভাবিক জীবন যাপনে ফিরে এসেছিলেন সাধারণ মানুষ। কিন্তু পুনরায় ধীরগতিতে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF. 7 । ইতিমধ্যে ভারতের বেশ কিছু রাজ্যে এই নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। এরই মাঝে আয়োজিত হচ্ছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) । ২০২৩ সালের প্রথম দিকেই এই মেলার আয়োজন করছে রাজ্য সরকার । তাই বিরাট জনসমাগমের বিষয়টিকে মাথায় রেখে স্বাস্থ্যবিধিতেও নজরদারি রাখতে চাইছে রাজ্য। জানানো হয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে রোগীদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হবে।
বিগত বছরগুলিতে করোনার (Covid) কারণে তেমনভাবে গঙ্গাসাগরের মেলার আয়োজন করা সম্ভব হয়নি । গত বছর যদিও মেলার আয়োজন করা হয় কিন্তু একাধিক নিয়মবিধি ছিল করোনা সংক্রান্ত। কিন্তু এবার গঙ্গাসাগরের মেলা করোনার বিধি নিষেধ থেকে একেবারেই মুক্ত। কিন্তু তার মাঝে নতুন করে এই সংক্রমণ ভয় সৃষ্টি করেছে। তাই সতর্ক থাকতে মাস্ক ব্যবহার করতে হবে । এছাড়া ব্যবহার করতে হবে স্যানিটাইজার। মেলায় আগত পুণ্যার্থীদের মধ্যে কারও যদি ন্যূনতম উপসর্গ দেখা দেয় তাহলে দ্রুত তাকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে করোনা পরীক্ষা (Covid Test) করাতে হবে।
গঙ্গাসাগরের উদ্দেশ্যে মূলত রওনা দেওয়া হবে কলকাতা থেকে। তাই কলকাতা পুরসভার (KMC) একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাবুঘাটে (Babughat) যেখানে এসে সকল পুন্যার্থীরা একত্রিত হবেন সেখানে শিবিরের আয়োজন করা হবে। সেই শিবিরে পরীক্ষা করার ব্যবস্থা থাকবে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে আলো এবং শৌচালয় সহ অন্যান্য ব্যবস্থাগুলি খতিয়ে দেখা হবে । জলের সুব্যবস্থা রাখা হবে। আর শিবির গুলি সাফাই করার কাজ করবে কলকাতা পুরসভা । অন্যদিকে পূর্বেই জানানো হয়েছে শুধুমাত্র একটি টিকিটেই মেলায় পৌঁছে যেতে পারবেন পুণ্যার্থীরা।
রাজ্য প্রশাসন চলতি বছরে গঙ্গাসাগরের মেলায় প্রচুর পরিমাণ ভিড়ের আশঙ্কা করছে। তাই এই বিষয়টিকে সামনে রেখে বাবুঘাটে কোভিড পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে । একই রকম ভাবে গঙ্গাসাগর মেলাতেও কোভিড পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা থাকবে। ওই মেলার ভিড়ে যাতে কোনভাবেই করোনা ছড়িয়ে না পড়তে পারে তার জন্য যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য প্রশাসন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম