Covid Variant XBB.1.5: ভারতে প্রবেশ করল করোনার সুপার ভ্যারিয়েন্ট XBB.1.5, এটি কতটা মারাত্মক?

।। প্রথম কলকাতা ।।

Covid Variant XBB.1.5: ভারতে সম্প্রতি করোনা সংক্রমণের সংখ্যা বাড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অপরদিকে এই চীন সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে তোলপাড় সৃষ্টি করেছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭(BF.7)। ভারতেও এই নয়া সাব ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। তবে এসবের মাঝে ভারতে নতুন উদ্বেগ তৈরি করেছে XBB.1.5 সাব ভ্যারিয়েন্ট।

XBB.1.5 রূপটি খুবই বিপজ্জনক। আমেরিকার ১০টি রাজ্যের মধ্যে ৭টিতে XBB.1.5-এর বেশিরভাগ ক্ষেত্রে রিপোর্ট করা হয়েছে। যার সবই ওমিক্রনের (Omicron) এর XBB.1.5 ভ্যারিয়েন্ট। এটি BQ1 ভেরিয়েন্টের চেয়ে ১২০ শতাংশ দ্রুত ছড়িয়ে পড়ে।

এর আগে প্রকাশিত হয়েছিল XBB.1.5 ভ্যারিয়েন্ট BQ1 ভ্যারিয়েন্টের চেয়ে ১০৮ শতাংশ দ্রুত সংক্রমণ ছড়ায়। কিন্তু আরও তথ্য পাওয়ার পর দেখা যায়, এটি ১২০ শতাংশ বিপজ্জনক। এটি ওমিক্রনের (Omicron) এর BF এর চেয়ে অনেক দ্রুত সংক্রমণে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, XBB.1.5 শুধুমাত্র অ্যান্টিবডিকেই প্রভাবিত করে না, উপরন্তু এটিকে দুর্বলও করে দিয়ে সহজে মানুষের শরীরে প্রবেশ করে। এক্ষেত্রে সর্দি, গলা ব্যথা, জ্বর, মাথাব্যথা, হাঁচি, কাশি এবং কর্কশ কণ্ঠস্বরের মতো উপসর্গগুলি দেখা দেয়। অপরদিকে করোনা BF.7 এর নতুন রূপ চীন, আমেরিকা, যুক্তরাজ্য, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স এবং ডেনমার্ক সহ বিশ্বের অন্যান্য অনেক দেশে পাওয়া গিয়েছে।

ওমিক্রনের প্রায় ৩০০টিরও বেশি সাব-ভ্যারিয়েন্ট রয়েছে। বর্তমানে সব থেকে উদ্বেগের বিষয় হল, এক্সবিবি রূপটিকে নিয়ে। এই নতুন রূপ খুব সহজেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে হারিয়ে দিতে পারে। এমনকি এটি অ্যান্টিবডিকেও প্রভাবিত করতে সক্ষম। তাই এই নতুন রূপের কারণে বিশ্বের বেশ কিছু দেশে সংক্রমণের নতুন তরঙ্গ দেখা দেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, ওমিক্রনের BA.5 সাব ভ্যারিয়েন্ট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে যা ৭৬.২ শতাংশ ক্ষেত্রে দায়ী। এছাড়াও ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট যেমন BF.7 এবং XBB অনেক দেশে ছড়িয়ে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে BQ.1, BQ.1.1, এবং BF.7 এখন উদ্বেগের বিষয়। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-ইউএসএ-এর তথ্য অনুসারে, BQ.1 এবং BQ.1.1 প্রতিটি মোট ক্ষেত্রে ৫.৭ শতাংশের জন্য দায়ী। পাশাপাশি BF.7 ৫.৩ শতাংশের জন্য দায়ী।

মূলত এক্সবিবি হল একটি রিকম্বিন্যান্ট ভাইরাস। এটি সহজেই অ্যান্টিবডি গুলিকে মেরে ফেলে। ইতিমধ্যেই বহু দেশে করোনা পরীক্ষার সংখ্যা কমে গিয়েছে। তাই এমত পরিস্থিতিতে পর্যবেক্ষণ চালিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি। ক্রমাগত পরীক্ষা এবং করোনা মহামারী সম্পর্কে সতর্কতায় একটু ঢিলেমি হলেই জাঁকিয়ে বসবে এক্সবিবি সাব ভ্যারিয়েন্ট। তাই এই ভাইরাসকে মারাত্মক পরিণতির আগেই থামাতে হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version