Work From Home: ফের মাথা চাড়া দিচ্ছে করোনা, ফিরতে পারে ওয়ার্ক ফ্রম হোম! দাবি রিপোর্টের

।। প্রথম কলকাতা ।।

Work From Home: গত দু’বছর ঘর বন্দী জীবন থেকে মানুষ আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে। কিন্তু নতুন করে ভয় ধরাচ্ছে ওমিক্রনের (Omicron) নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭( BF.7)। চীন সহ বিশ্বের কয়েকটি দেশে কোরোনার এই নয়া রূপ রীতিমত দাপট চালাচ্ছে। ভারতে এই সাব ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন চার জন। স্বাভাবিক ভাবেই আশঙ্কা তৈরি হয়েছে যদি দেশে চতুর্থ তরঙ্গ আঘাত হানে তাহলে পরিবহন, সেবা, পর্যটন এবং রিয়েল এস্টেট সহ বিভিন্ন সেক্টর জুড়ে যে সংস্থাগুলি রয়েছে সেখানে বড়সড় প্রভাব পড়তে পারে। এমত পরিস্থিতিতে অনেকেই ওয়ার্ক ফ্রম হোমকেই বেছে নেবেন।

‘News 18’ এর সূত্র অনুযায়ী, একটি রিপোর্ট অনুসারে নিয়োগ ক্ষেত্রে মন্দা জনিত সংবাদ আসতে পারে। এমত পরিস্থিতিতে বিশেষ করে পর্যটন এবং আতিথেয়তার ক্লায়েন্টরা সতর্ক রয়েছেন। যদিও উৎপাদন এবং ভোক্তার মতো খাতে নিয়োগ বন্ধ হয়নি। একটি লাইভমিন্ট রিপোর্ট (Livemint Report) অনুযায়ী এমনটাই জানিয়েছেন নিয়োগ সংস্থা স্ট্যান্টন চেজের (Stanton Chase) ব্যবস্থাপনা অংশীদার মালা চাওলা(Mala Chawla)। প্রতিবেদনে বলা হয়েছে আতিথেয়তা, অটোমোবাইল, বাণিজ্যিক এবং অফিস রিয়েল এস্টেট, ভ্রমণ, পরিবহন প্রভৃতি ক্ষেত্র গুলি উচ্চ সতর্কতার মধ্যে রয়েছে।

‘Money Control’ এর রিপোর্ট অনুযায়ী, বহু কর্মচারীই তাদের কর্মজীবনে আরো নমনীয়তার দাবি করছেন। তারা ওয়ার্ক ফ্রম হোমে কাজ করতে প্রস্তুত। প্রায় ১৭টি দেশে ১০ জনের মধ্যে ৭ জনের বেশি কাজে সময়ে নমনীয়তা আনতে চাইছেন। ভারতের প্রায় ৭৬.০৭ শতাংশ কর্মচারী তাদের কাজের ঘন্টার উপর নিয়ন্ত্রণ রাখতে পছন্দ করেন। বাড়ি আর অফিসের মধ্যে বিকল্প সুযোগ পাওয়ার জন্য বেতন কাটার প্রসঙ্গ উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ভারতে প্রায় ৭৬.৩৮ শতাংশ কর্মচারী নতুন চাকরি খুঁজবেন, যদি তাদেরকে পুরো সময় অফিসে বসে কাজ করতে বলা হয়। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গে ৫৬ শতাংশ কর্মচারী বাড়ি থেকে কাজ করার বিষয়টিকে সমর্থন করেন। কিছুদিন আগে কাজের সময়কে চার দিনে পুনর্গঠিত করার সম্ভবনার মতো ধারণা গুলিকে উপহাস করা হত। কিন্তু বর্তমানে সেরা প্রতিভা ধরে রাখতে এবং কাজকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে এই বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। ৭৩ শতাংশ কর্মচারী মনে করেন, যখন তারা বাড়ি থেকে অফিসের কাজ করেন তখন তাদের উপর বিশেষভাবে লক্ষ্য রাখা হয়। অফিস কর্তৃপক্ষ তাদের কাজকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়ে থাকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version