Christmas Gifts: ক্রিসমাসে বাজেট নিয়ে চিন্তিত? রইল পকেট ফ্রেন্ডলি দুর্দান্ত গিফটের হদিশ

।। প্রথম কলকাতা ।।

Christmas Gifts: ক্রিসমাস মানেই শহর জুড়ে পুরোদস্তুর উৎসবের মেজাজ। একদিকে মোমের আলো, আরেক দিকে ক্যারোলের সুর। এক অভাবনীয় পরিবেশ শীতের আমেজকে দ্বিগুণ সুন্দর করে তুলবে। হিমশীতল আদুরে হাওয়া গায়ে মেখে মাতবেন ক্রিসমাস পার্টিতে। ভিড়ে থিকথিক করবে পার্কস্ট্রিট। বাচ্চা থেকে বুড়ো সবাই আনন্দে গা ভাসাবেন। ব্যস্ত জীবনে ক্রিসমাসের আনন্দ কেউ মিস করতে চাইবেন না। ক্রিসমাস অর্থাৎ বাঙালির বড়দিনের সঙ্গে জড়িয়ে রয়েছে উপহার দেওয়া নেওয়ার পালা। বিশেষ করে এই দিন কচিকাঁচাদের উপহার না দিলে মন ভালো থাকে না। বড়দিনের পরেই আসবে নিউ ইয়ার। স্বাভাবিকভাবেই পকেট সামলে খরচা করতে হবে, না হলে নিউ ইয়ার পার্টির বাজেটে ঘাটতি হতে পারে। ক্রিসমাসে সেরা জিনিস উপহার আর কেক। বড়দিনে এই সিক্রেট সান্তা শেষে বাচ্চাদের হাতে উপহার তুলে দেওয়া মানে বাড়িতে এক ডালি খুশি নিয়ে আসা। এই প্রতিবেদনে আপনার জন্য রইল বাজেট ফ্রেন্ডলি মন ভালো করা কিছু উপহার, যা পেলে বড় থেকে বাচ্চা সবারই ভালো লাগবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোন উপহার কার ভালো লাগবে সেই বিষয়টি আগে থাকতে একটু খোঁজ নিয়ে নেবেন।

(১) ২০২২ এর শেষের দিকে ঠান্ডার আমেজ বেশ ভালো। সেক্ষেত্রে আপনি শিশুদের জন্য খুব সুন্দর বিয়ানি টুপি উপহার দিতে পারেন। সান্তার পোশাক যেহেতু লাল, সেই রঙের সঙ্গে তাল মিলিয়ে আপনি লাল রঙের টুপি উপহার দিতে পারেন। বিভিন্ন অনলাইন শপ বা দোকানে বিয়ানি টুপি বেশ সস্তায় পাওয়া যায়। চাইলে আপনি হাতে বুনেও উপহার দিতে পারেন।

(২) বড়দিন বলে কথা, এই খুশির উৎসবে আপনি বড়দের একটি সুন্দর মিষ্টির বাক্স উপহার দিন। সেখানে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবার রাখুন যেমন চকলেট, প্যাস্ট্রি, আইসক্রিম প্রভৃতি।

(৩) বই কম বেশী সকলেরই প্রিয়। শিশু হলে তাদের কমিকস কিংবা কার্টুনের কোন বই উপহার দিতে পারেন। আর বড়দের কোন উপন্যাস কিংবা গল্পের বই। শীতের দুপুরে রোদে বসে বই পড়তে মন্দ লাগে না। আপনার উপহারের কথা মানুষ ঠিক মনে রাখবে।

(৪) স্মার্টফোনের কভার বদলানো বহু মানুষের কাছে ফ্যাশনের মত। সর্বক্ষণে ছায়া সঙ্গী ফোনকে নিত্য নতুন সাজে সাজাতে অনেকেই ভালোবাসেন। স্মার্টফোনের ব্যাক কভারের খরচ খুবই কম। সেক্ষেত্রে আপনি যাকে গিফট দেবেন তিনি ঠিক যে মডেলের ফোন ব্যবহার করছেন সেই মডেল অনুযায়ী কভার কিনতে পারেন।

(৫) প্রিয় মানুষটি যদি একটু গ্যাজেট প্রিয় হয়, তাহলে হালকা ওজনের ইয়ারবাডস উপহার দিতে পারেন। অনলাইন অ্যাপগুলিতে এটি খুব কম বাজেটে পেয়ে যাবেন। এছাড়াও প্রিয় মানুষকে স্মার্টওয়াচ গিফট করলেও মন্দ হবে না।

(৬) শিশু থেকে বড়, কমবেশি প্রত্যেকেরই চকলেট খুব প্রিয়। এক টুকরো চকলেট মুহূর্তের মধ্যে মনের কোণে জমে থাকা সমস্ত রাগ জল করে দিতে পারে। বড়দিনের মত শুভ উৎসবে আপনার ভালবাসার মানুষকে চকলেট উপহার দিতে পারেন।

(৭) কম বাজেটের মধ্যে সবথেকে ভাল গিফট হল কফি মগ। আপনার প্রিয় বন্ধু কিংবা প্রিয়জন যখনই আপনার উপহার দেওয়া কফি মগে কফি খাবেন, তখনই আপনার কথা মনে পড়বে। চাইলে কফি মগের উপর কোনো ভালো ছবি প্রিন্ট করাতে পারেন।

(৮) বড়দিন হয়ে উঠুক ফুলের মত সুন্দর। কাছের মানুষদের উপহার হিসেবে দিতে পারেন সুন্দর একটি ফুলদানি। গাছপালা কিংবা ঘরে ফুল রাখতে ভালোবাসেন এমন প্রিয়জনের জন্য এটি দুর্দান্ত উপহার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version