Christmas Park Street : ক্রিসমাসের রাতে জনজোয়ার কলকাতায় ! ওয়াকিং স্ট্রিট হতে চলেছে পার্ক স্ট্রিট

।। প্রথম কলকাতা।।

Christmas Park Street : করোনার জন্য গত দু’বছর প্রায় সব আনন্দ উৎসবে ভাটা পড়েছিল। কিন্তু ২০২২ সালে আবার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছেন মানুষ । বছর শেষ হতে চলল । আজ বড়দিন । গতকাল অর্থাৎ ক্রিসমাস ইভে পার্ক স্ট্রিট ( Park Street) চত্বরে মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছিল। তবে আজ রবিবার তার উপরে আবার বড়দিন ( Christmas) তাই আজ শহরে রেকর্ড ভিড় হতে চলেছে , এমনটাই মনে করছে পুলিশ প্রশাসন। এই কারণেই পার্ক স্ট্রিটকে ওয়াকিং স্ট্রিটে ( Walking Street ) পরিণত করার সিদ্ধান্ত লালবাজারের।

পার্কস্ট্রিটে কোনরকম গাড়ি চলাচল করতে পারবে না। একইসঙ্গে সেখানে কোন রকম গাড়ি পার্কিংও করা যাবে না । সম্পূর্ণ এশিয়াটিক সোসাইটি মোড় থেকে শুরু করে মল্লিক বাজার মোড় পর্যন্ত সম্পূর্ণটাই ওয়াকিং স্ট্রিটে পরিণত করা হয়েছে । নজরদারি রয়েছে কয়েক হাজার পুলিশের ( Kolkata Police) । মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ। তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। এমনকি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি। চলতি বছরে আগে থেকেই পার্ক স্ট্রিট, ক্যামক স্ট্রিট, নন্দন চত্বরকে আলোয় আলোয় সাজিয়ে তোলা হয়েছিল। শহরবাসী যেন এই দিনটিরই অপেক্ষা করছিলেন।

গতকাল সন্ধ্যা থেকে সেই উৎসব শুরু হয়ে গিয়েছে । তবে উৎসবের মরশুমে যাতে কোনরকম বিশৃংখল পরিস্থিতি না সৃষ্টি হয় তার দায়িত্ব নিয়েছে কলকাতা পুলিশ প্রশাসন। নেশার ঘোরে প্রতিবছরই এমন কিছু ঘটনা ঘটে যা অপ্রীতিকর । তাই সেই বিষয়টি মাথায় রেখে শহর জুড়ে এদের মোটরসাইকেলে পুলিশি টহলদারি চলবে। এছাড়াও অস্থায়ী হোম গার্ড নামানো হয় বলে জানা যায়। ভিড় সামাল দেওয়ার জন্য আগামী ২ জানুয়ারি পর্যন্ত শতাধিক অস্থায়ী হোমগার্ড কলকাতার রাস্তার মোতায়ন করা হবে। এছাড়াও বড়দিন এবং নিউইয়ারকের কেন্দ্র করে ইকোপার্ক, নিকো পার্কে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। তাই পুলিশ থেকে শুরু করে ট্রাফিক গার্ড এবং সিভিক ভলেন্টিয়ার সহ হোম গার্ড সকলেই শহরকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে বদ্ধপরিকর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version