Christmas Celebration 2022: বড়দিনে ক্রিসমাস ট্রি সাজানোর সময় সঠিক নিয়ম মানছেন তো? এই ভুল করলেই সর্বনাশ

।। প্রথম কলকাতা ।।

Christmas Celebration 2022: অবশেষে এল বহু প্রতীক্ষিত সেই দিন। শিশুর সারা বছর ধরে দিন গোনে স্যান্টা ক্লজের (Santa Claus) জন্য। বড়দিনের আগের দিন তারা ঘুমাতে যায় এই আশায় যে স্যান্টা ক্লজ মাথার কাছে রেখে যাবে সারপ্রাইজ গিফট( surprise gift)। বড়দিন মানেই পরিবারের সবার সঙ্গে হইহুল্লোড়, পার্টি( party), কেক খাওয়া আর ক্রিসমাস ট্রি( Christmas tree) সাজানো। তার সঙ্গে রয়েছে মোমের আলোর ঝলকানি আর ক্যারলের সুর। বড়দিনের সঙ্গে জড়িয়ে রয়েছে জ্যোতিষ শাস্ত্র বিষয়ক কিছু নিয়ম। যার পিছনে বৈজ্ঞানিক কোনো যুক্তি না থাকলেও প্রচলিত ধারণার উপর ভিত্তি করে বহু মানুষ মেনে চলেন। কথিত আছে, বড়দিনে ক্রিসমাস ট্রি সাজানো অত্যন্ত শুভ, তবে ক্রিসমাস ট্রি সাজানোর সময় কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। মনে করা হয়, এই দিন চার্চে গিয়ে প্রার্থনা করলে মনের সব ইচ্ছা পূরণ হয়। ক্রিসমাস ট্রির সাথেই নাকি জড়িয়ে রয়েছে কিছু বাস্তু দোষ। যদি নিয়ম মেনে ক্রিসমাস ট্রি সাজানো হয়, তাহলে বাড়িতে থাকা সমস্ত বাস্তুদোষ একেবারে উধাও।

•বাস্তু বিশেষজ্ঞদের মতে, ক্রিসমাস ট্রি বাড়ির উত্তর দিকে রাখা ভালো। উত্তর দিকে খুব অসুবিধা হলে, উত্তর-পূর্ব কিংবা দক্ষিণ-পূর্ব কোণে ক্রিসমাস ট্রি রাখতে পারেন। এছাড়াও হলুদ কিংবা লাল আলো দিয়ে সাজানো সংসার জন্য অত্যন্ত মঙ্গলের। কারণ এই দুটি রং প্রেম এবং বন্ধুত্বের প্রতীক।

•বড়দিনে কিনুন কেকের সাথে কিছু ক্রিসমাস বেল, ক্রিসমাস বল, রিবন প্রভৃতি। সাধারণত ক্রিসমাস ট্রি হিসেবে রাখা হয় পাইন বা ফার জাতীয় গাছকে। ইউরোপে এই গাছকে সুখ-সমৃদ্ধির প্রতীক হিসেবে ক্রিসমাস ট্রি সাজানো হত। আজও সেই নিয়ম প্রচলিত রয়েছে।

•ক্রিসমাস ট্রিতে সুন্দর করে লাগাতে পারেন স্টার। স্টার নাকি আলোর প্রতীক। সংসারে থাকা সমস্ত অন্ধকার কাটিয়ে আলোর দিশা দেখায় এই স্টার।

•শুধুমাত্র বড়দিন নয়, ক্রিসমাস ট্রি আপনি বড়দিনের পরেও বাড়িতে রেখে দিতে পারেন। মনে করা হয় , ক্রিসমাস ট্রি যত বৃদ্ধি পায় ততই সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে।

•প্রত্যেকেই চান তাদের জীবন রঙিন এবং হাসি খুশিতে ভরা হোক। ক্রিসমাস ট্রির রংবেরঙের সাজ আমাদের মনে যেমন আনন্দ দেয় , তেমন জীবনকেও রঙিন করে তোলে।

•ক্রিসমাস ট্রিতে লাগান ছোট্ট সান্তাক্লজের মূর্তি। যা ছোট্ট শিশুর সারল্যের প্রতীক। এই সরলতাই জীবনে অত্যন্ত প্রয়োজন।

•বাস্তু বিশেষজ্ঞদের মতে, ত্রিকোণাকৃতি অগ্নির প্রতীক। ক্রিসমাস ট্রি ত্রিকোণ আকারে সাজানো হয়। যা প্রকারান্তরে শুভ শক্তির প্রতীক হিসেবে ধরা হয়।

•ক্রিসমাসেতে লাল ফিতের সঙ্গে তিনটি কয়েন বেঁধে ঝুলাতে পারেন। বলা হয় এই লাল ফিতে ক্রিসমাস ট্রিতে বাঁধলে সংসারের অর্থ কষ্ট হয় না।

• ক্রিসমাস ট্রি সাজাবেন পরিবারের সবাই মিলে। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা আর সম্প্রীতি বজায় থাকবে।

• ঘরে আনন্দের পরিবেশ তৈরি করতে ক্রিসমাস ট্রিতে রাখতে পারেন ছোট্ট রঙিন উপহারের বাক্স। ক্রিসমাস ট্রি সাজিয়ে ঘরের মধ্যে রাখবেন। এর ফলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এবং নেতিবাচক শক্তি দূর হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version