Christmas Wishes 2022 : আনন্দময় হোক কাছের মানুষদের বড়দিন, ছড়িয়ে দিন শুভেচ্ছার উষ্ণতা

।। প্রথম কলকাতা।।

Christmas Wishes 2022 : বড়দিন মানেই একরাশ আনন্দের জোয়ার । অন্যান্য উৎসবের তুলনায় বড়দিন প্রত্যেকটি মানুষের কাছে আলাদাই আনন্দ বয়ে নিয়ে আসে । কারণ এই দিন পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলেন যিশুখ্রিস্ট । প্রতিবছর তাঁর জন্ম দিবসকে কেন্দ্র করে সেজে ওঠে বহু দেশ । আর বছরের শেষের দিকের এই বিশেষ দিনটি যাতে সকলেই ভালোভাবে কাটাতে পারেন এই প্রার্থনা করা হয় । নিজের কাছের মানুষদের, পছন্দের মানুষদের কিছু উষ্ণ শুভেচ্ছা বার্তা ( Warm Wishes) পাঠানো হয়।

আগে যদিও কার্ডের মাধ্যমে লিখে তারপরে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করা হতো। কিন্তু এখন সেই কাজ অত্যন্ত সহজ হয়ে গিয়েছে । কারণ ফোনের ওই প্রান্তেই রয়েছে আপনার পছন্দের মানুষেরা। তাই ঘড়ির কাঁটায় রাত বারোটা বাজতে না বাজতেই আপনি তাদেরকে বড়দিনের শুভেচ্ছা ( Christmas Wishes) জানাতে পারবেন। সকাল হতেই বন্ধু-বান্ধব, অফিসের সহকর্মী, পরিচিত কিছু মানুষকে বড়দিনের শুভেচ্ছা জানানো শুরু হয়ে যাবে। কিন্তু প্রত্যেক বছর শুধুমাত্র মেরি ক্রিসমাস ( Merry Christmas) বললে খানিকটা দায় সারা মনে হয়। তাই এই বছর আপনার পছন্দের মানুষকে অন্যরকম ভাবে বড়দিনের শুভেচ্ছা জানান। তাদের বলতে পারেন –

* আজকের দিনে এক নাম না জানা জাদুকর এসে পৃথিবীর সব খারাপ অনুভূতি মুছে দিক। জাগিয়ে তুলুক নতুন আশার আলো । বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা।

* জীবনের পরতে পরতে খুশির সুর বেজে উঠুক। বড়দিনের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমার তরফ থেকে।

* ডিসেম্বরের এই শীতের সকালে সকলের ভালো কাটুক বড়দিন।

* ক্রিসমাসের আলোয় উজ্জ্বল হয়ে উঠুক তোমার জীবন, ক্যারল গানে আরও মধুর হোক এই দিন, মেরি ক্রিসমাস।

* বড়দিনের এই সুন্দর মুহূর্তে প্রত্যেকের জীবন ভরে উঠুক আশা এবং ভালোবাসায়, শুভ বড়দিন।

* মেরি ক্রিসমাস। আগামী দিনগুলি খুব ভালো কাটুক সকলের।

* সব দুঃখ, কষ্ট, গ্লানি মুছে যাক এই উৎসবের আলোয় ! মেরি ক্রিসমাস

* প্রভু যিশুর কাছে প্রার্থনা করি, ক্রিসমাসের এই দিনে পৃথিবীর সকল অসুখ যেন সেরে যায়। সুস্থ থাকুক প্রতিটি মানুষ।

* কেক , চকলেট, পেস্ট্রির মত একগুচ্ছ ভালবাসা আজকের উপহার , মেরি ক্রিসমাস বন্ধু!

* বড়দিনের প্রাণ খোলা আনন্দ এবং অসাধারণ কিছু মুহূর্ত জমা থাকুক স্মৃতির পাতায় । বড়দিনের শুভেচ্ছা।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version