Foxconn: বিশ্বের বৃহত্তম আইফোন কারখানায় ধুন্ধুমার! একাধিক দাবি নিয়ে প্রতিবাদ কর্মীদের

Foxconn : চীনের ঝেংঝোতে অবস্থিত ফক্সকন প্লান্টে ধুন্ধুমার পরিস্থিতি। একাধিক দাবি নিয়ে প্রতিবাদ কর্মীদের। তাদের দাবি, কোম্পানি চুক্তি পরিবর্তন করেছে যাতে আমরা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ভর্তুকি পেতে না পারি। তাছাড়া আমাদের কোয়ারেন্টাইন করে রাখা হয় কিন্তু খাবার দেওয়া হয় না।

।। প্রথম কলকাতা ।।

Zhengzhou Protest : চীনের ঝেংঝোতে অবস্থিত বিশ্বের বৃহত্তম আইফোন (iPhone) উৎপাদন কেন্দ্র ফক্সকন (Foxconn) প্লান্টে ধুন্ধুমার পরিস্থিতি। একাধিক দাবি নিয়ে রাস্তায় নামলো এই কারখানার কর্মীরা। চীনের একাধিক সোশ্যাল মিডিয়া ও ট্যুইটারে ছড়িয়ে পড়েছে এই কর্মীদের প্রতিবাদের ভিডিও। এইসব ভিডিওতে দেখা যাচ্ছে হাজার হাজার শ্রমিক রাস্তায় মার্চ করছে। ইতিমধ্যে পরিস্থিতি সামাল দিতে পৌঁছেছে পুলিশ।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, গত মাসে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ায় উক্ত আইফোন কারখানা অর্থাৎ ফক্সকন প্লান্টের এলাকায় লকডাউন ঘোষণা করা হয় প্রশাসনের তরফে। বেশ কিছু কর্মীকে নিজ নিজ বাড়ি যেতে অনুরোধ করা হয়। কোম্পানির হঠাৎ এমন সিদ্ধান্তে পা থেকে থেকে মাঠি সরে যায় কর্মীদের।

তবে ঘটনা এখানেই শেষ নয়। এররপর বোনাসের প্রতিশ্রুতি দিয়ে নতুন কর্মী নিয়োগ করে ফক্সকন। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক কর্মী সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া এক ভিডিওতে বলেন তারা, কোম্পানি চুক্তি পরিবর্তন করেছে যাতে আমরা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ভর্তুকি পেতে না পারি। তারা আমাদের কোয়ারেন্টাইন করে রাখে কিন্তু খাবার দেয় না।

 

আরও পড়ুন : ১৬ বছরের নিচে ইউজারদের পাঠানো যাবে না মেসেজ! আরও কড়া হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম

 

 

কর্মীরা জানান, যদি তারা তাদের চাহিদা পূরণ না করে, তাহলে আন্দোলন জারি থাকবে। যদিও পুলিশ এসে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং এই সংঘর্ষে গুরুতর আহত বেশ কয়েকজন আন্দোলনকারী।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, চীনের ঝেংঝোতে অবস্থিত অ্যাপেলের সবচেয়ে বড় সাব-কন্ট্রাক্টর হল ফক্সকন। এটি একটি তাইওয়ানের কোম্পানি যারা কিনা বিশ্বে সবচেয়ে বেশি আইফোন উৎপাদন করে। এবং এই কারখানা থেকেই সর্বাধিক আইফোন উৎপাদন হয়। তবে এখনও অবদি এই কর্মী আন্দোলন নিয়ে কোনও মন্তব্য করেনি ফক্সকন।

Exit mobile version