১৬ বছরের নিচে ইউজারদের পাঠানো যাবে না মেসেজ! আরও কড়া হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম

।। প্রথম কলকাতা ।।

সোশ্যাল মিডিয়ার ব্যবহার যত বাড়ছে ততই তরান্বিত হচ্ছে সাইবার বুলিংয়ের ঘটনা। বিশ্বজুড়ে সাইবার বুলিং চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগের জন্য। এক পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে সাইবার বুলিংয়ের ৮০ শতাংশ ঘটনা ঘটেছে ফেসবুকে (Facebook)। পিছিয়ে নেই ইনস্টাগ্রামও (Instagram)। তিরস্কার, হুমকি এই ধরণের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে বিগত দিনে। যার জেরে কড়া সিদ্ধান্ত নেওয়ার পথে মেটা (Meta)।

মেটা মালিকাধীন দুই অ্যাপ ফেসবুক ও ইনস্টাগ্রামে লাগু হতে চলেছে নয়া নিয়ম। যেখানে প্রাপ্ত বয়স্করা ইউজাররা ১৬ বছরের (কোনও কোনও দেশের ক্ষেত্রে ১৮ বছর) কম বয়সী ইউজারদের মেসেজ পাঠাতে পারবে না।

ফেসবুক ও ইনস্টাগ্রামের নতুন নিয়ম

মেটা একটি নতুন প্রাইভেসি টুল নিয়ে আসছে। যার অধীনে থাকবে একাধিক নতুন বৈশিষ্ট্য। ইতিপূর্বে এই বিষয়ে ইউজারদের একটি নোটিফিকেশন পাঠানো শুরু করেছে ফেসবুক। মেটার এই প্রাইভেসি টুলের অধীনে যে সব বিকল্প থাকবে সেগুলি হল –

• কারা কারা আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে

• আপনি যেসব পেজ, ব্যক্তিদের ফলো করেন সেগুলি কারা কারা দেখতে পাবে

• আপনার প্রোফাইলে আপনি যেসব পোস্টে ট্যাগ আছেন সেগুলি কারা দেখতে পাবে

• আপনাকে ট্যাগ করেছে এমন পোস্ট আপনার প্রোফাইলে প্রদর্শিত হওয়ার আগে সেগুলি রিভিউ করা হবে

মেটা তাদের একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ১৬/১৮ বছরের নিচে ইউজারদের জন্য বেশ কিছু নিরাপত্তা ফিচার আনা হোকগে। প্রাপ্ত বয়স্ক ইউজারদের থেকে সন্দেহজনক বা ক্ষতিকর মেসেজ থেকে তাদের নিরাপদ রাখার জন্য এই উদ্যোগ। এর পাশাপাশি মেটা আরও একটি নতুন বৈশিষ্ট্যর পরীক্ষা করছে।

যেখানে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টে মেসেজ অপশনটি সরিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে কিছু সন্দেহজনক প্রাপ্তবয়স্ক ইউজাররা যারা তাদের ফ্রেন্ডলিস্টে নেই তারা মেসেজ পাঠাতে পারবে না।

সাইবার বুলিংয়ের মতো কোনোরকম ঘটনার মুখে পড়লে কীভাবে রিপোর্ট জানাবেন?

ফেসবুকের ক্ষেত্রে আপনাকে উক্ত প্রোফাইলে বা পেজে ভিজিট করতে হবে। সেখানে কভার ফটোর নিচে থ্রি লাইন ডটে ক্লিক করে ‘Find Support’ অথবা ‘Report’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আপনি আপনার যথাযথ কারণ জানিয়ে সেই পেজ বা প্রোফাইলের বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন।

অন্যদিকে ইনস্টাগ্রামের ক্ষেত্রে ব্যক্তিগত চ্যাট অপশনটি ওপেন করে যে মেসেজের বিরুদ্ধে আপনি রিপোর্ট করতে চান সেটি ট্যাপ করতে হবে। এবার নেক্সট টু মেসেজ অপশনে ট্যাপ করে রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে।

Exit mobile version