India-China Border: সীমান্তে চোখ রাঙাচ্ছে চীন, ছেড়ে কথা বলবে না ভারত! সাফ জানালেন বিদেশমন্ত্রী

।। প্রথম কলকাতা ।।

India-China Border: ভারত(India) দিনের পর দিন শক্তিশালী হয়ে উঠছে। অর্থনৈতিক থেকে শুরু করে প্রতিরক্ষা খাতে উন্নতির সূচক ঊর্ধ্বগামী। সমস্যার বিষয় চারিদিকে ওঁত পেতে রয়েছে শত্রুরা। চীন (China), পাকিস্তানের (Pakistan) মতো দেশগুলি এতকিছুর পরেও শত্রুতা করতে ভুলছে না। লাদাখ (Ladakh) সীমান্ত পরিস্থিতি ভালো নয় বলে উদ্বিগ্ন ভারতের বিদেশমন্ত্রীর। সীমান্তে মোতায়ন করা হয়েছে আরো বেশি সেনা। গোটা বিশ্বজুড়ে যেন চলছে যুদ্ধের (War) উস্কানি। পশ্চিমা দেশগুলোর মধ্যে শুরু হয়েছে দল ভাগাভাগি। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো ভারত শক্ত জায়গায় রয়েছে। চীন আর পাকিস্তান নিয়ে বেশ সতর্ক ভারতের প্রতিরক্ষা।

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন দ্রুত শক্তি বৃদ্ধি করে চলেছে। তাই উদ্বিগ্ন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার সেনাপ্রধান মনোজ পান্ডের কথা অনুযায়ী, চীন নিয়ন্ত্রণ রেখার কাছে শক্তি বৃদ্ধি করলেও যে কোনো ধরনের পরিস্থিতির সামাল দিতে প্রস্তুত ভারতীয় সেনা। সীমান্তের বেশ কিছু জায়গায় ভারতীয় সেনা আর চীন সেনা মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। শনিবার আয়োজিত এক সংবাদ মাধ্যমের আলোচনা সভায় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানান, লাদাখে সীমান্ত পরিস্থিতি একেবারেই ভালো নয়। ইতিমধ্যেই ভারত-চীন সম্পর্কে দেখা দিয়েছেন নয়া মোড়। সেই ২০২০ সাল থেকেই ভারত-চীন সীমান্তের অবস্থা বেশ খারাপ।

দুই দেশের সেনা গালওয়ান উপত্যকায় বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়ে পড়েছে। ২০২০ সালের সংঘর্ষে সময় প্রায় ৪০ জন চীনা সেনা এবং ২০ জন ভারতীয় সেনার মৃত্যু ঘটেছিল। তারপর থেকে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে লাদাখ সীমান্ত। যদিও প্রাণহানির ঘটনা ঘটেনি। শুক্রবার ভারতের সেনাপ্রধান মনোজ পান্ডে জানান, চীন লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর একের পর এক দ্রুত অবকাঠামো তৈরি করেই চলেছে। পাশাপাশি ড্রাগনের দেশ তাদের সেনা সংখ্যাও বেড়াচ্ছে। যদিও এইসব দেখে ভীত নয় ভারত। চীনকে মোকাবিলা করার জন্য ভারতীয় সেনা সমস্ত রকম ভাবে প্রস্তুত। সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অবস্থা এখন স্থিতিশীল, তবে বিষয়টির দিকে কড়া নজরদারি রেখেছে ভারত। দেশের ভাঁড়ারে যথেষ্ট পরিমাণে অস্ত্র মজুদ রয়েছে। এছাড়াও নতুন প্রযুক্তি এবং অত্যাধুনিক অস্ত্র আমদানি করার প্রচেষ্টা চলছে।

ভারতের বিদেশ মন্ত্রী এবং সেনাপ্রধানের কথায় স্পষ্ট যে, চীন যদি শত্রুতা জিইয়ে রাখতে চায়, সেক্ষেত্রে তার যোগ্য জবাব দেবে ভারতীয় সেনা। ভারত জাতীয় নিরাপত্তা স্বার্থে যা যা প্রয়োজন সবটাই করতে প্রস্তুত। কয়েক বছর ধরে ভারত ও চীনের সম্পর্ক অবনতি ঘটছে। সাম্প্রতিক সময়ে সম্পর্ক একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। সীমান্তের পরিস্থিতি একেবারেই ভালো নয়। চীন শান্তির মাধ্যমে আলোচনায় না গিয়ে নিজেদের সেনা সংখ্যা বাড়াচ্ছে। দফায় দফায় আলোচনা করেও সমস্যার সমাধান হয়নি। উপরন্তু চীন বারংবার চোখ রাঙিয়ে গিয়েছে। এসব একেবারেই মানবে না ভারত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version