16 Super Rapid Gun Mount: চীনের বুকে ১২ কেজির বুলেট ফায়ার! ইন্ডিয়ান নেভি দাপিয়ে বেড়াল সাগরে

।। প্রথম কলকাতা ।।

16 Super Rapid Gun Mount: চীনের বুকে চার্জ হবে সাড়ে ১২ কেজির গুলি। পাকিস্তানের পরিকল্পনা চলে যাবে ব্যাকফুটে। ইন্ডিয়ান নেভির হাতে ব্রহ্মাস্ত্র তুলে দিচ্ছে মোদী। ৩০০০ কোটির ধাক্কা চীন নিতে পারবে না। সুপার গান দিয়ে ঝাঁঝরা হবে শত্রু উপর থেকে নীচে। এই খবর শোনার পর পাকিস্তান কি আর অনুপ্রবেশের সাহস পাবে? চীন যা চক্রান্ত করেছিল এবার পিছিয়ে যেতে বাধ্য হবেই হবে। তেজস আর প্রচন্ডর সঙ্গে সঙ্গেই ইন্ডিয়ান নেভির হাতে যা তুলে দেওয়া হচ্ছে তার ব্যাপার না শুনলে আর এটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনি। এর মানে জলপথে চীনকে বড়সড় ওয়ার্নিং ভারতের জিনপিংয়ের চোখে চোখ রাখলেন মোদী আর বুঝিয়ে দিলেন হাম কিসি সে কম নেহি। খুব শীঘ্রই ভারতীয় নৌসেনা পেতে চলেছে অত্যন্ত শক্তিশালী এবং বিধ্বংসী সুপার র‌্যাপিড গান মাউন্ট (SRGM) বিধ্বংসী মানে ঠিক কতটা দম আছে এই র‌্যাপিড গানের। গান মানে তো বন্দুক তাহলে সমুদ্রের বুকে এর ঠিক কাজ কী? সমুদ্রের বুকে বন্দুকের কাজ ঠিক কী? সাবমেরিন, নাকি জাহাজ কি ধ্বংস করতে পারে এই সুপার র‌্যাপিড গান মাউন্ট?

এই সুপার গানের ওজন সাড়ে ৭ টন এর ব্যারেল ৬২ ক্যালিবার এবং ১৮৬ ইঞ্চি লম্বা হয়। এই বন্দুকের গুলির আকার ৭৬x৬৩৬এমএমআর তবে যেটা শুনলে অবাক হতে হয় সুপার গানের এক একটি গুলির ওজন সাড়ে ১২ কেজি। আর গুলির খোলের ওজন ৬ কেজি ৩০০ গ্রাম। এবার জানুন এর আসল কামাল কমপ্যাক্ট মোডে এই বন্দুক থেকে মিনিটে ৮৫ রাউন্ড গুলি বেরোয়। সুপার র‌্যাপিড মোডে মিনিটে ১২০ রাউন্ড গুলি বেরোয় ্গুলির গতিবেগ সেকেন্ডে ৩ হাজার ফুট। ফলে চোখের পলকে লক্ষ্যবস্তুকে গুঁড়িয়ে দিতে সক্ষম। ১৬-৪০ কিলোমিটার দূরের টার্গেটকেও ধ্বংস করতে সক্ষম এই সুপার গান। বন্দুকের নল মাইনাস ১৫ ডিগ্রি থেকে ৮৫ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। ফলে লক্ষ্যবস্তু যে কোণেই থাকুক না কেন দক্ষতার সঙ্গে হামলা করতে পারে।

এই সুপার গানের নকশা এবং একে প্রথম বানিয়েছিল ইটালির সংস্থা ওটিও মেলারা এটি এমন এক ধরনের বন্দুক যেটিকে অ্যান্টি মিসাইল পয়েন্ট ডিফেন্স, অ্যান্টি এয়ারক্রাফ্ট, অ্যান্টি সারফেস অ্যান্ড গ্রাউন্ড সাপোর্ট হিসাবেও ব্যবহার করা হয়। এই বন্দুকে এক রকম নয় বিভিন্ন রকমের গুলি ব্যবহার করা হয়। তার মধ্যে রয়েছে, আর্মর পিয়ার্সিং, ইনসেনডেয়ারি, ডায়রেক্টেড ফ্র্যাগমেন্টেশন এফেক্টস আর এবার নৌসেনার হাতে ১৬টি এই ধরনের সুপার গান তুলে দেওয়া হবে। নৌসেনার নতুন রণতরীগুলিতে এই সুপার গান মোতায়েন করা হতে পারে বলে সেনা সূত্রের খবর। তাহলে ভারত মহাসাগর হোক বা বঙ্গোপসাগর দাপিয়ে বেড়াবে এবার ইন্ডিয়ান নেভি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version