ভারতের কাছে চীন ভিক্ষা চাইল! ডোভাল মোক্ষম উত্তরেই অস্বস্তি, অর্থনীতি বাঁচাতে হলে দিল্লি মাস্ট

।। প্রথম কলকাতা ।।

চীন ভিক্ষা চাইছে ভারতে বিসনেজ করার জন্য। এবার বল ভারতের কোর্টে পুরোপুরি। কেন অজিত ডোভাল বিরক্তি প্রকাশ করলেন চীনের বিদেশমন্ত্রীর ওপর? নতুন চালাকি চলবে না। চীনের অতীতের কান্ড ভারতের সব ভরসা শেষ। অর্থনৈতিক ডামাডোল কাটানোর রাস্তা এখন তাহলে ভারত চীনের। দিল্লি পরিস্কার জানিয়ে দিল কোনও সাহায্য করার প্রশ্নই ওঠে না। সাউথ আফ্রিকায় যা ঘটে গেল তাতে জিওপলিটিক্সের অঙ্ক বদলে যাবে। এমনটাই দাবি করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। অজিত ডোভাল ব্রিকসের বৈঠকে বেজিংকে ঠিক কী বললেন? চীন তাদের লাইন ক্রস করলে কি হতে পারে হাতেনাতে বুঝিয়ে দিলেন ডোভাল। কেন বারবার ভারতে ঢুকে বিসনেজ করতে চাইছে চীন। ভারতে মার্কেটে থেকে চীনের দিন শেষ হচ্ছে জিনপিং রেড অ্যালার্ম শুনতে পাচ্ছেন?

সম্প্রতি বিওয়াইডি মোটরসের ১ বিলিয়নের ডিল রিজেক্ট করে দিয়েছে ভারত সরকার। ব্রিকসে কার্যত সেই প্রসঙ্গ তুললেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। ডোভালের কাছে পরিস্কার আর্জি জানালেন ভারতে আমাদের বিনিয়োগ করতে দিন। প্রথম কলকাতা আগেই আপনাদের বলেছিল ভারতে ইলেকট্রিক গাড়ির আকর্ষণীয় বাজারে কবজা করতে চায় চীন। এক্ষেত্রে টেসলা এবার ভারতের বাজারে আসছে। কিন্তু সূত্রের খবর সরকার এখনও পর্যন্ত টেসলার জন্য আলাদা নীতি তৈরির কথা ভাবছে না। আমেরিকার টেসলা ভারতে পা রাখার জন্য আমদানি শুল্কে ছাড় চেয়েছিল। সেটাও দেওয়া হয়নি ভারতের তরফে।

আন্তর্জাতিক মঞ্চে এভাবে যে ভারতের কাছে চীন এমন কাতর আর্জি জানাল তার কি প্রতিক্রিয়া দিল দিল্লি?
ভুললে চলবে না ব্রিকসে এবার ভারতের প্রতিনিধি ছিলেন এনএসএ অজিত ডোভাল। ডোভাল পরিস্কার চিননে বুঝিয়ে দিলেন ভারতের সঙ্গে চীনের সেই সখ্যতা শেষ হয়ে গিয়েছে। চীনের আগ্রাসন এবার প্রভাব ফেলছে ভারত চীনের বাণিজ্যিক সম্পর্কে ডোভাল পরিস্কার বলে দেন “২০২০ সালের পর থেকে ভারত এবং চিনের মধ্যে রাজনৈতিক বিশ্বাস ধীরে ধীরে শেষ হতে বসেছে। ২০২০ সাল থেকে ভারত-চিন সীমান্তের পশ্চিম দিকে LAC অঞ্চলের পরিস্থিতি দুই দেশের মধ্যে বিশ্বাসে চিড় ধরিয়েছে। ভারত-চিন সম্পর্ক ধীরে ধীরে তলানিতে এসে ঠেকেছে।

দেখুন এই একই বার্তা কিন্তু আগে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের মুখ থেকেও শোনা গিয়েছিল। তিনিও স্পষ্ট বলে দেওয়া হয়েছিল সীমান্ত সমস্যার সমাধান না হলে ভারত চীন সম্পর্কের উন্নতি সম্ভব নয়। কূটনৈতিক মহলের মতে চীনের অর্থনীতিতে যেভাবে ধস নামছে তাতে বেজিং আশঙ্কায়, কিন্তু ওই যে কথায় আছে সময় সবার আসে বল ভারতের কোর্টে প্রমাণ পাওয়া গেল হাতেনাতে এবার দেখার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে কোন কূটনীতি নেয় বেজিং৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version