Mamata Banerjee: জিটিএ-কে ৭৫ কোটি টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর, দিলেন কর্মসংস্থান নিয়ে বার্তাও

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: জল্পনা আগে থেকেই চলছিল যে চা শ্রমিকদের পাশাপাশি জিটিএ-সহ পাহাড়ের উন্নয়নে বেশ কিছু বরাদ্দ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জল্পনা সত্যি করেই এদিন পাহাড়ে উন্নয়নের জন্য জিটিএ-কে (GTA) আরও ৭৫ কোটি টাকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পাহাড়ে লগ্নির জন্য ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব। মুখ্যমন্ত্রীকে এও বলতে শোনা যায়, কিছু লোক পাঁচ বছর অন্তর একবার করে জেগে ওঠে, পাহাড়কে অশান্ত করার চেষ্টা করে। অশান্তি হলে শিল্পপতিরা বিনিয়োগ করবে কেন? তাই আমি আপনাদের বলে যাচ্ছি, পাহাড়কে শান্ত রাখার দায়িত্ব আপনারা নিন, উন্নয়নের দায়িত্ব আমার। মুখ্যমন্ত্রী জানান, কার্শিয়াঙে আইটি হাব তৈরি করা হবে। জানা গেছে, একাধিক বিভাগে বিভিন্ন শিল্প সংস্থা পাহাড়ে ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। শীঘ্রই শিল্পস্থাপনের প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি জানান পাহাড়ে শিক্ষকদের ৫৯০ টি শূন্যপদে শীঘ্রই নিয়োগ করা হবে।’

উল্লেখ্য, সাত দিনের কর্মসূচিতে ইতিমধ্যেই উত্তরবঙ্গে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার সকালে চা বাগানে যান মমতা৷ অন্যান্য চা শ্রমিকদের পাশাপাশি পিঠে চা তোলার বাস্কেট নিয়ে চা পাতা তোলেন তিনি৷ পাহাড়ি শিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলাতেও দেখা যায় মমতাকে৷ সাত দিনের ঠাসা কর্মসূচি রয়েছে মমতার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version