Chhattisgarh Chief Minister: ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হবেন বিষ্ণু দেব সাই, চূড়ান্ত সিদ্ধান্ত বিজেপির বৈঠকে

।। প্রথম কলকাতা ।।

Chhattisgarh Chief Minister: ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হবেন বিষ্ণু দেব সাই। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপি বিধায়ক দলের বৈঠকে। ডেপুটি সিএমও ঘোষণা করা হবে।

বিষ্ণু দেব সাই একজন কৃষক পরিবার থেকে এসেছেন এবং একজন আদিবাসী মুখ। তাকে রমন সিংয়ের ঘনিষ্ঠ মনে করা হয়। এমপিও হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পাশাপাশি তিনি দুবার বিজেপির রাজ্য সভাপতিও হয়েছেন। আদিবাসী সমাজে বিষ্ণু দেব সাইয়ের সরল স্বভাবের প্রভাব বেশ প্রগাঢ়। রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কাজেও তাঁর যথেষ্ট অবদান রয়েছে।

আগেই গুঞ্জন উঠেছিল, বিজেপি যদি ২০০৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনবার মুখ্যমন্ত্রী থাকা রমন সিংকে নির্বাচন না করে, তবে ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণী) বা উপজাতি সম্প্রদায় থেকে মুখ্যমন্ত্রী বেছে নেবে এবং ঠিক তাই ঘটেছে। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বিষ্ণু দেব সাইয়ের নাম নবনির্বাচিত বিজেপি বিধায়কের গুরুত্বপূর্ণ বৈঠকে অনুমোদন করা হয়েছে। আদিবাসী সম্প্রদায় থেকে আসা ব্যক্তিদের মধ্যে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণু দেব সাই, রেণুকা সিং, যিনি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পরে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন, প্রাক্তন রাজ্য মন্ত্রী রামবিচার নেতাম এবং লতা সেন্দি।

এই রাজ্যের জনসংখ্যায় উপজাতি সম্প্রদায়ের অংশীদারিত্ব ৩২ শতাংশ এবং বিজেপি এবার তফসিলি উপজাতি (এসটি) এর জন্য সংরক্ষিত ২৯টি আসনের মধ্যে ১৭টি জিতেছে। বিজেপি ২০১৮ সালে আদিবাসীদের জন্য সংরক্ষিত মাত্র তিনটি আসন জিতেছিল। এবার তিনি আদিবাসী অধ্যুষিত সুরগুজা বিভাগের ১৪টি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন। কংগ্রেস ২০১৮ সালে ১৪টি আসন জিতেছিল। বিষ্ণুদেব সাই, রেণুকা সিং, রামবিচার নেতাম এবং গোমতী সাই এই বিভাগের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version