চন্দ্রযান-৩ লাস্ট ১৫ মিনিটই গুরুতর! প্ল্যান বি রেডি রেখেছে ইসরো?

।। প্রথম কলকাতা ।।

চন্দ্রযান ৩ নামার আগের ১৫ মিনিট মারাত্মক ভয়ঙ্কর। ইসরোর কাছে কি প্ল্যান বি রয়েছে কোনও? যা কেউ জানে না। চন্দ্রযান ২ কিন্তু ফেল হয়েছিল লাস্ট ১৫ মিনিটেই আসলে ভুল এবার শুধরে নেওয়া গেল কি? ১৫ মিনিটস অব টের। ইসরোর তৎকালীন চেয়ারম্যান কে শিবন চন্দ্রপৃষ্ঠে অবতরণের এই শেষ ১৫ মিনিটের পর্যায়কে বর্ণনা করেছিলেন এভাবেই। লাস্ট ১৫ মিনিট কেন এত গুরুত্বপূর্ণ? নরেন্দ্র মোদী ব্রিকসের সম্মেলনে জোহানসবার্গ থেকে দেখবেন ভার্চুয়ালি চন্দ্রযান ৩ র চাঁদে অবতরণ। কিন্তু সত্যিই সফল হবে ভারতের এই মিশন?

গোটা দেশ জানতে চাইছে ইসরোর কাছে কী কোনও প্ল্যান বি রয়েছে? বুধবার সন্ধেয় ৬টা বেজে ৪ মিনিটে চাঁদে ল্যান্ডিং হবে চন্দ্রযান ৩-এর। তার আগে ৫টা বেজে ২০ মিনিট থেকে লাইভ স্ট্রিমিং শুরু হবে। শেষ ৪৪ মিনিটের গোটা ল্যান্ডিং প্রসেস লাইভ দেখাবে ইসরো। এর মধ্যে ৫টা বেজে ৪৭ মিনিট থেকে শুরু হবে ১৫ মিনিট চ্যালেঞ্জিং প্রসেস। সেই ১৫ মিনিট অতি সন্তর্পণে কাজ করবে ইসরো সাবধানী হয়ে তবেই চাঁদে পা ফেলবে চন্দ্রযান-৩। ড. শিবন বলেছিলেন, চন্দ্রযান-২ ব্যর্থ হয়েছিল কারণ ঠিক এই ১৫ মিনিটেই নামার সময়। ল্যান্ডার বিক্রম চন্দ্রের ভূমির সমান্তরাল অবস্থান থেকে। কাত না হয়েই চাঁদের পৃষ্ঠে আঘাত হানে। ব্যস ভেঙে চুরমার হয়ে যায় ইসরোর স্বপ্ন ভারতের স্বপ্ন।

এবার ভুল থেকে শিক্ষা নিয়েই এবার চন্দ্রযান ৩-কে অন্যরকমভাবে প্রস্তুত করেছে ইসরো। পালকের মত চাঁদের মাটিতে নামবে এবার চন্দ্রযান ৩। মোটামুটি ৫০ সেন্টিমিটার পার সেকেন্ড বা তার কম স্পিডে ধীরে ধীরে নামবে। গত রবিবার চন্দ্রযান ৩-এর ল্যান্ডারের চূড়ান্ত ডিবুস্টিং হয়েছে। এই ‘ডিবুস্টিং’ই সাধারণত একটি স্থিতিশীল কক্ষপথ অর্জনের জন্য থ্রাস্ট হ্রাস করে একটি মহাকাশযানের গতি কমায়। এই কৌশলেই বিক্রম ল্যান্ডারটিকে কিছুটা নিম্ন কক্ষপথে নামতে দেবে এটিকে চন্দ্রপৃষ্ঠে চূড়ান্ত অবতরণের জন্য প্রস্তুত করবে। জানা যাচ্ছে ল্যান্ডিং যে মাটির উপরে হয় সেটা খুবই শক্ত সুতরাং সেখানে যে লেগ গুলো করা হয়েছে তা অত্যন্ত শক্তভাবে তৈরি করা হয়েছে। যদি দেখা যায় এই জায়গাটি ভালো নয় তাহলে অন্য জায়গায় শিফট করে ল্যান্ড করবে চন্দ্রযান ৩। আর বাকীটা আপনার প্রার্থনা, আর গোটা দেশের ভাগ্য৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version