।। প্রথম কলকাতা ।।
Botox Treatment: ত্বকের তারুণ্য ধরে রাখতে বোটক্স করাচ্ছেন? ভুল করে ফেলছেন না তো? সাবধান, সামান্য কয়েকটা ভুলেই বারোটা বাজবে ত্বকের। বোটক্স এ সত্যি কি ক্ষতিকর? সামান্য ভুল মাশুল গুনতে হবে অনেক। বোটক্স করানোর আগে একটু ভাবুন।
৫০ বছরেও ত্বক থাকে ২৫ এর মতো। সব সময় তারুণ্যে ভরা, বার্ধক্যের কোন ছাপই থাকে না। হ্যাঁ, এমনটাই ফল মেলে বোটক্স এ। কিন্তু বোটক্স নিয়ে ভুল ধারণার অন্ত নেই। কিন্তু বলিরেখা কিংবা ফাইনলাইন দূর করতে এর জুরি মেলা ভার। বোটক্স এ পাবেন কাঁচের মতো ত্বক। অনেকটা হলিউড থেকে বলিউডের তারকাদের মতো । এটি ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ। বোটক্স করার পর ত্বক ঠিক কেমন দেখাবে তা কিন্তু নির্ভর করে চিকিৎসা পদ্ধতি উপর। কিন্তু কোন সমস্যা অন্য জায়গায়। বোটক্স কিন্তু একবার করালেই হবে না। আপনি যদি মনে করেন একবার করে নিয়মিত এই চিকিৎসা করবেন না তাহলে ত্বক আগের মতই হয়ে যাবে। মাত্র ৩ থেকে ৪ দিনের মধ্যেই এই ট্রিটমেন্টের ফল পাওয়া যায়। কিন্তু স্থায়ী নয়। এর প্রভাব থাকে তিন থেকে চার মাস।
তাহলে বোটক্স এর ক্ষতিকারক দিক কি? আসলে যাদের ত্বকে অ্যালার্জির সমস্যা রয়েছে, তারা একটু সাবধান। এই চিকিৎসা করার আগেই সব দিক যাচাই করে নিন। যদি শরীরের বিপাক হার বেশি থাকে তাহলেও চিকিৎসকের পরামর্শ নেবেন। বিশেষ করে অন্তঃসত্ত্বা অবস্থায় থাকলে বোটক্স থেকে একটু দূরে থাকাই উচিত।।তবে বোটক্সের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেমন ফ্লুর মতো সামান্য উপসর্গ দেখা দিতে পারে। ইনজেকশন সাইটে সামান্য ব্যথা ফোলা বা রক্ত জমে যেতে পারে। এছাড়াও রয়েছে মাথাব্যথা, পেট খারাপ কিংবা দুর্বল অনুভব। তবে ক্ষতিকর নয়। এটি করানোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
বোটক্স মূলত একটা কসমেটিক্স ট্রিটমেন্ট। এটি করানোর পর সঙ্গে সঙ্গে ত্বকে হাত দেবেন না। ত্বকের উপর কোন কিছু ঘষবেন না। এই ট্রিটমেন্টে ইনজেকশন ব্যবহার করা হয়। যার প্রভাব পড়ে রক্তের উপর। তাই ট্রিটমেন্টের অন্তত ২৪ ঘন্টা পর্যন্ত অ্যালকোহল জাতীয় পানীয় থেকে একটু দূরে থাকুন। শরীর চর্চা করা শরীরের জন্য অবশ্যই ভালো, কিন্তু বোটক্স এর পর সঙ্গে সঙ্গে ব্যায়াম করলে ত্বকের উপর চাপ পড়ে। ত্বক ঘামে। ভুলেও বোটক্সের পর ফেসিয়াল করবেন না। হিতে বিপরীত হতে পারে। ত্বকের জন্য বরফ উপকারী, কিন্তু বোটক্সের পর সঙ্গে সঙ্গে বরফ না ব্যবহার করাই ভালো।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম