Blackheads Removal at Home: বিয়ের আগে নাকের দুপাশে ভরে যাচ্ছে ব্ল্যাকহেডস? এই ৪ সহজ উপায়ে ব্ল্যাকহেডস রিমুভ করুন

 

।। প্রথম কলকাতা ।।

Blackheads Removal at Home: নাকের চারপাশে কালো কালো ছোপ ব্ল্যাক হেডসে নাকের দুপাশে ভরে যাচ্ছে! এই ৪টি সহজ উপায় মানলেই মুশকিল আসান। ঘরে বসেই ব্ল্যাকহেডস রিমুভ করবেন কীভাবে? নাকের দুপাশে, নাকের উপর এই কালো কালো দানার মতো স্পট দেখা যায়। এগুলোই ব্ল্যাকহেডস। কারও কারও ব্ল্যাকহেডস কম থাকে, কারও কারও বেশি থাকে। এই ব্ল্যাকহেডস রিমুভ করার জন্য আমাদের পার্লারে ছুটতে হয়। সেই ঝক্কির দিন শেষ। তবে এই স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টিতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। এই তথ্যগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম, গবেষণামূলক পত্রিকা থেকে নেওয়া হয়েছে। তাই এই সমস্যা সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ অবশ্যই নিতে হবে।

ওয়েলি স্কিনের ক্ষেত্রে এই সমস্যা সবচেয়ে বেশি তাঁদেরকে বলছি ডিমের সাদা অংশ নিন একটি পাত্রে এর সঙ্গে মেশাতে হবে এক চা চামচ মধু। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আপনার মুখে যেখানে ব্ল্যাকহেডস আছে সেখানে এটি ভালো করে লাগিয়ে নিন। কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন। কয়েকদিনেই পার্থক্য চোখে পড়বে।

গ্রিন টি ব্যবহার করুন। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। নাকে ব্যবহার করলেন ত্বকের কালো ছোপ উঠে যাবে। সংবাদমাধ্যমে এমনই তথ্য দাবি করছেন বিশেষজ্ঞরা

ব্ল্যাক হেডস হলে দেখতেও খুব খারাপ লাগে। আর প্রতিবার পার্লারে গিয়ে তা তুলে আসাও বেশ ঝামেলার।
এই ব্ল্যাকহেডস দূর করার জন্য আপনি আরও কয়েকটি ঘরোয়া উপাদান ব্যবহার করতে পারেন। কীভাবে ব্যবহার করবেন?

বিশেষজ্ঞদের মতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন এটি ত্বকের মৃত কোষ দূর করতে এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে। তার কারণে ত্বক থাকে নরম ও মসৃণ থাকে ওটস ব্যবহার করুন এর সঙ্গে মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন।

ব্ল্যাক হেডস তুলতে প্রাকতিক ওষুধ হিসেবে কাজ করে টোম্যাটো। টোম্যাটো পেস্ট তৈরি করুন এই মিশ্রণ এবার লাগিয়ে নিন ব্ল্যাক হেডসের উপর। সপ্তাহে অন্তত তিনদিন এটি অ্যাপ্লাই করুন ফল পাবেনই।

পার্লারে গিয়ে বিশেষজ্ঞদের সাহায্যে নিশ্চয়ই ব্ল্যাক হেডস তোলার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু সব সময় তো পার্লারে যাওয়া সম্ভব নয়। তাই বাড়িতেই ব্ল্যাক হেডস তুলে ফেলতে পারলে ভাল হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version