Home Remedies for Black Neck: গলায়-ঘাড়ে কালো দাগ ? পুজোর আগেই এই টোটকায় ভ্যানিশ করুন

।। প্রথম কলকাতা ।।

Home Remedies for Black Neck: আপনার ঘাড় বা গলার চামড়া কালো হয়ে যাচ্ছে? যতই সাবান ঘষুণ লাভ হবে না। গলায় দামী হার পরলেও লোকের নজর ওই কালো দাগেই। ঘরে লেবু থাকতে নানা স্পটলেস ক্রিমের জন্য টাকা নষ্ট কেন করছেন?  ঘরোয়া কয়েকটা টুকিনাটি জিনিস দিয়েই কালো দাগ দূর করার উপায় জেনেনিন। রোজ বাইরে বেরোতে হয়?ঘাড়-গলার এই অংশটাতেই রোদ বেশি লাগে। এতেই পারমান্যান্ট ট্যান পরে যায়। বাড়িতে লেবু -বেসন – হলুদ তো থাকেই। তাহলে আর ঘাড়ের কালো দাগ নিয়ে চিন্তা কী! এই কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই আপনার ঘাড়-গলার পুরনো রঙ ফিরে আসবে।

লেবুর রসে এক চিমটি হলুদ যোগ করে পেস্ট বানিয়ে নিন। পেস্টটি অল্প শুকিয়ে গেলে ঘাড়ে বা গলার কালো দাগের উপরে লাগাতে থাকুন। এই পেস্টটি ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। একদিন বা দুদিন অন্তর ব্যবহার করলেই ফল পাবেন বলছেন বিশেষজ্ঞরাও।

রোজ কাজ থেকে ফেরার পর আপনাকে একটা রুটিন বানিয়ে নিতে হবে। নিয়ম করে ঘাড়ে গলায় টোনার ব্যবহার করতে ভুলবেন না। কিছু মহিলা টোনার হিসাবে গোলাপ জল ব্যবহার করেন। স্নানের পরে বা অফিস থেকে ফিরে একটি তুলোর বল দিয়ে মুখটি মুছে ফেলুন। তা দিয়ে ঘাড়ও পরিষ্কার করুন। এতেই ঘাড়ে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে। ঘাড়কে কালো হতে দেয় না।
মুখের পাশাপাশি ঘাড়ও ময়েশ্চারাইজ করা দরকার। রোদে বেরোনোর আগে সানস্ক্রিন ব্যবহার করুন।

মুখের যত্ন নিতে গিয়ে আমরা ভুলে যাই ঘাড় গলারও যত্ন নিতে হবে। সুস্থ ত্বকের জন্য প্রতিদিন এই পদ্ধতিগুলি তাই মেনে চলুন।কালো ছোপের সমস্যা ধারেকাছেও আসবে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version