Gujarat Election Result 2022: ভোট গণনার প্রথমেই এগিয়ে বিজেপি, সপ্তমবার গুজরাটে পদ্ম শিবির?

।। প্রথম কলকাতা ।।

Gujarat Election Result 2022: শুরু ভোট গণনা পর্ব। আজ, বৃহস্পতিবার গুজরাট বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। যেখানে বিগত ২৭ বছর ধরে শাসন করে এসেছে মোদী নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি, সেখানে কি এবারও মোদী ম্যাজিক অব্যাহত থাকবে? নাকি নতুন কোনও দল সরকার গড়বে? জানা যাবে আর কিছুক্ষণ পরই। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, রাজ্যে আসতে চলেছে বিজেপিই। যদিও এবারে তাদের নয়া চ্যালেঞ্জ আম আদমি পার্টি।

এত বছর ধরে মোদীগড়ে শুধু বিজেপি-কংগ্রেসের লড়াই দেখা গিয়েছে। কিন্তু এবার তাতে পরিবর্তন এসেছে। সবমিলিয়ে এক জোরদার ভোট পর্ব কেটেছে মোদীগড়ে। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী, পোস্টাল ব্যালটের গণনার নিরিখে বিজেপি ম্যাজিক ফিগার পার করে দিয়েছে। অন্যদিকে কংগ্রেস ৪০-এর গণ্ডি পেরিয়েছে, কিন্তু আপ সিঙ্গেল ডিজিটেই আটকে রয়েছে। গণনা শুরু হওয়ার প্রথম আধঘন্টা পর খাতা খুলেছে কেজরির দল।

পঞ্জাবে সরকার গঠনের পর গুজরাটকে পাখির চোখ করে এগিয়ে গিয়েছে আম আদমি পার্টি। গুজরাটবাসীকে নিজেদের দিকে টানতে এহেন নানা প্রতিশ্রুতি দিয়েছে আপ। তবে ভোট গণনার শুরুতে যেই সংখ্যা সামনে এসেছে, তাতে বোঝা যাচ্ছে আপের কোনও প্রচেষ্টা কাজে আসেনি। দু’বছরের মাথায় রয়েছে পরবর্তী লোকসভা নির্বাচন। আর তার আগে গুজরাট বিধানসভা নির্বাচনের দিকে নজর ছিল সকলের। ভারতের রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছে এই গুজরাট এবং তা নরেন্দ্র মোদীর কারণেই। বর্তমানে বিজেপির শীর্ষ নেতৃত্বের নাম জড়িয়ে রয়েছে এই জায়গা থেকেই। তাই এখানকার গুরুত্বতা আলাদাই রয়েছে সকলের কাছে।

দীর্ঘ সময় গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন নমো। সেদিক থেকে গুজরাটবাসীর সঙ্গে তাঁর আলাদাই সম্পর্ক রয়েছে। গত বছরের বিধানসভা নির্বাচনে বিজেপিকে কড়া টক্কর দিয়েছে কংগ্রেস। এবারে প্রতিদ্বন্দ্বিতার তালিকায় নাম রয়েছে আপের। জাতীয় রাজনীতিতে জায়গা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে কেজিওয়ালের দল। যে কারণে এবারের নির্বাচনী ফলাফলের দিকে আলাদাই নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১১৮টি আসনে এগিয়ে বিজেপি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version