Adeno Virus: অ্যাডিনো থেকে উদ্ধার মিলবে করলার রসে! গরম আসার আগেই সাবধান

।। প্রথম কলকাতা ।।

Adeno Virus: শীতের (Winter) বিদায় বেলায় হাজির নতুন উপদ্রব। এমনি থেকেই গত দুই বছর মানুষকে যেভাবে করোনার দাপট সহ্য করতে হয়েছে তারপর নতুন করে অ্যাডিনোর (Adeno) ঝামেলা বিরক্তিকর। শিশু থেকে বৃদ্ধ, এই ভাইরাস থেকে কারোর রেহাই নেই। সমস্যা হল এর প্রকোপ বড়রা রুখে দিলেও শিশুরা পারছে না। হাসপাতালে শিশুদের (Children)জন্য বেড পাওয়া বেশ দুষ্কর। করোনার পর চেনা উপসর্গ দেখা দিচ্ছে অচেনা রূপে। সাধারণত আবহাওয়া বদলে জ্বর, সর্দি, কাশি স্বাভাবিক ব্যাপার কিন্তু এখন একে স্বাভাবিক ভাবে নিলে চলবে না। অ্যাডিনোর ভাইরাসের (Adeno Virus) কোন পাকাপোক্ত ওষুধ না থাকলেও এক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity Power) অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু মানুষ আছেন যারা ভাইরাসে সংক্রমিত হয়েও সেভাবে কাবু হয়ে পড়ছেন না। শুধুমাত্র শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে। করলা (Bitter melon) শব্দটি শুনলেই অনেকে নাক সিঁটকান কিংবা দশ হাত দূরে সরে যান। কিন্তু এই সবজিটির মধ্যে রয়েছে হাজারো গুণ। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হার্ট সুস্থ রাখতে, হজম শক্তি বাড়াতে, এমনকি ওজন কমাতেও এটি দুর্দান্ত কাজ দেয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version