ভারতে বসে বিলাবল ভুট্টোর বড় ভুল! ঝটকা খেল পাকিস্তান, জয়শঙ্করের মাস্টারপিসে কেরামতি

।। প্রথম কলকাতা ।।

পাকিস্তানের বিলাবল ভুট্টোর ভারতে বসে কাশ্মীর নিয়ে হুমকি।ভারত কি সবক শেখালো জানেন? বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ক্লিন বোল্ড করলেন। বড়ো ঝটকা খেলো পাকিস্তান। ভারতের সঙ্গে আলাদা কোনও বৈঠক হল ইসলামাবাদের? কীভাবে প্রকাশ্যে বেকুব বনে গেলেন পাক বিদেশমন্ত্রী? পাকিস্তান আবারও নিজেদের কবর খুড়ল নিজেরাই৷ পাকিস্তানের কোনো বিদেশমন্ত্রী ১২ বছর পর ভারতের মাটিতে। কিন্তু পাকিস্তান এবারও দেখাল তাদের আসল চেহারা।

ভারতে কেমন আমন্ত্রণ হল পাক বিদেশমন্ত্রীর? দুঃসাহস দেখুন ভারতে বসে ৩৭০ ধারা প্রত্যাহারকে অবৈধ ঘোষণা ভুট্টোর। পাক বিদেশমন্ত্রী বলেন, ২০১৯-র ৫ অগাস্ট কাশ্মীরকে নিয়ে একতরফা ও অবৈধ পদক্ষেপ করেছিল নয়াদিল্লি। আলোচনার অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব ছিল ভারতের। কিন্তু অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করে সেই প্রক্রিয়া নষ্ট করেছে নয়াদিল্লি। এর পাল্টা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কি প্রতিক্রিয়া দেন সেদিকেই চোখ ছিল গোটা বিশ্বের৷ ক্লিন বোল্ড করলেন জয়শঙ্কর৷

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এমনিতেই বিলাবল ভুট্টোকে আমন্ত্রণ জানানোর সময় একটা ঠান্ডা প্রতিক্রিয়া দেখা গিয়েছিল ভারতের। আর তারপর? জয়শঙ্করের পাল্টায় ঝটকা খেল পাকিস্তান। বিলাবল জরদারি ভুট্টো পাকিস্তানের সন্ত্রাস ইন্ডাস্ট্রির একজন প্রমোটার। শুধুমাত্র কাশ্মীর নিয়ে একটি মাত্র বিষয়েই পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে। তা হল অবৈধভাবে দখলকরে রাখা কাশ্মীরের ভূখণ্ড কবে খালি করবে পাকিস্তান? এছাড়া ওদের সঙ্গে আলোচনার কিছু নেই।” তাঁরা এখানে বসে মিথ্যা কথা প্রচার করছেন। আমরা একই নৌকায় রয়েছি, এটা জোর করে প্রমাণ করার চেষ্টা। এমনটাই বললেছেন এস জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী।

কূটনৈতিক মহলের দাবি, পাকিস্তানের জন্য এই SCO বৈঠক মারাত্মক গুরুত্বপূর্ণ ছিল। পাকিস্তানের অর্থনীতিতে ডামাডোল। ভুট্টো চেয়েছিলেন SCO-র সদস্য দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে। যাতে অর্থনীতি শক্তিশালী হয়। এছাড়া রাশিয়া ও চিনের বিদেশমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসার। কতটা এ পরীক্ষায় ভুট্টো পাশ করলেন তা তো সময় বলবে৷

২০১১ সালে তৎকালীন পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খা ভারত সফর করেছিলেন। ভারতের তৎকালীন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তাঁর। তবে ভুট্টো এসে কাশ্মীর প্রসঙ্গ তুলে যে অতিচালাকি দেখাতে গেলেন তাতে বিশেষজ্ঞদের মত পাকিস্তানের বর্তমানে যা অবস্থা তাতে কাশ্মীর প্রসঙ্গ তুলে বিশ্বের সামনে নিজেদের মাথা উঁচু দেখাতে গিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিলতর করে দিলেন ভুট্টো। এর আফটারএফেক্ট কি হবে এবার সেটাই দেখার৷ পাকিস্তানকে মনে রাখতে হবে। টেরর অ্যান্ড টক, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে হতে পারে না বুঝিয়ে দিল ভারত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version