Omicron Sub-variant BF.7: বিএফ.৭ শরীরের কোথায় আক্রমণ করছে? উপসর্গ দেখে চিনবেন কীভাবে?

।। প্রথম কলকাতা ।।

Omicron Sub-variant BF.7: গোটা বিশ্বজুড়ে আবার নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ওমিক্রন (Omicron)। গত এক বছর ওমিক্রন বার বার নতুন সাব ভ্যারিয়েন্ট (Sub-variant) গোটা বিশ্বের কাছে হাজির করেছে। চেনা উদ্বেগ দেখা দিয়েছে নতুন করে। চীনকে (China) হু হু করে গ্রাস করছে ওমিক্রনের বিএফ.৭ সাব ভ্যারিয়েন্ট(Omicron Sub-variant BF.7)। করোনার (Corona) যতগুলি ভ্যারিয়েন্ট রয়েছে তার মধ্যে ওমিক্রনকে সবথেকে বেশি মারাত্মক বলে মনে করা হয়। বিএফ.৭ এর R ফ্যাক্টর প্রায় ১০ থেকে ১৮ অর্থাৎ একজন সংক্রমিত ব্যক্তি একত্রে ১০ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। বিএফ.৭ এ সংক্রমিত ব্যক্তিদের উপসর্গ ওমিক্রনের অন্যান্য সাব ভ্যারিয়েন্টের উপসর্গের থেকে একেবারেই আলাদা নয়। মাথা ব্যথা, কাশি, পেশীতে ব্যথা, জ্বর, ক্লান্তি, শ্বাসকষ্ট, সর্দি সহ সেই একই উপসর্গ রয়েছে।

চায়না মর্নিং পোস্টের দাবি অনুযায়ী, এবারে ওমিক্রনের সাব-ভ্যারিয়েট মানুষের ফুসফুসে নয়, আঘাত হানতে পারে মস্তিষ্কে। যার কারণে নিষ্ক্রিয় হয়ে যাবে মস্তিষ্কের কোষগুলি। এর আগে বহুবার গবেষণায় দেখা দিয়েছে, এই ভাইরাস রোগ প্রতিরোধ ব্যবস্থার ভারসাম্য নষ্ট করে দেয়। ওমিক্রনের উপসর্গ দেখা দিলে প্রচুর পরিমাণে বিশ্রামের প্রয়োজন। তরল জাতীয় খাবার পান করতে হবে। পাশাপাশি দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। যদিও গত দু’বছরে মানুষ বুঝে গিয়েছে, করোনা নিয়ে অযথা আতঙ্কের কোন দরকার নেই। একটু সতর্ক আর সাবধানতা মেনে চললে করোনা থেকে সহজে সুস্থ হওয়া যায়। তবে করোনায় সংক্রমিত ব্যক্তিদের শ্বাস-প্রশ্বাসের সমস্যা তীব্র হলে ফুসফুসে প্রদাহ ছড়িয়ে পড়তে পারে। তখন ফুসফুস যথেষ্ট পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে পারে না। অপরদিকে কিডনিরও পরিশোধনের কাজ করতে করতে অসুবিধা হয়। ক্ষতিগ্রস্ত হয় অন্ত্রের দেওয়াল।

সম্প্রতি চীনে একমাত্র একদিনের মধ্যেই কোটি কোটি মানুষ ওমিক্রনের এই নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত হচ্ছেন। প্রায় তিন বছর আগে ২০১৯ সালের ডিসেম্বরে উহানে সর্ব প্রথম করোনা ভাইরাসের কথা শোনা গিয়েছিল। সেই ভাইরাস নতুন করে দাপট চালাচ্ছে সেই চীনে। এছাড়াও আমেরিকা সহ বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, জাপান আর ভারতে বিএফ.৭ এর খোঁজ পাওয়া গিয়েছে। ঠান্ডা লাগার ক্ষেত্রে যে উপসর্গ থাকে সাধারণত গলা ব্যাথা, সর্দি, জ্বর এসবের পাশাপাশি যদি দেখেন যে পেট খারাপ বা ডায়রিয়ার মত উপসর্গ দেখা দিচ্ছে তাহলে বিষয়টি হালকা ছলে নেবেন না। এটি বিএফ.৭ এর অন্যতম লক্ষণ। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পড়ুন, করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সতর্ক থাকুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version