।। প্রথম কলকাতা ।।
Symptoms of Kidney Disease: আপনার শরীরের প্রত্যেকটি পরিবর্তনে বলে দেবে শরীরের কোন না কোন অংশ দুর্বল হয়ে পড়ছে। এই পরিবর্তন যদি সময়মত ধরতে না পারেন তাহলে ভবিষ্যতে নানান সমস্যা আর রোগ অপেক্ষা করছে। যার মধ্যে অন্যতম হল কিডনির সমস্যা(Kidney Problem)। কিডনি সমস্যার ক্ষেত্রে প্রথম থেকেই শরীরে নানান ধরনের পরিবর্তন দেখা দেয়। সময় অনুযায়ী যদি সচেতন ভাবে সেই বিষয়টি গুরুত্ব না দেন, তাহলে পরবর্তীকালে বড় বিপদ থেকে আসতে পারে। কিডনি রক্ত পরিষ্কার করার পাশাপাশি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। এমনকি রক্তচাপ(Blood pressure) নিয়ন্ত্রণ এবং লোহিত রক্তকণিকা তৈরিতেও কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শরীরের পিএইচ(PH) মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। যদি কিডনিতে কোন ধরনের সমস্যা হয় তাহলে ভবিষ্যতে নানান রোগের মুখোমুখি হবেন। তাই কিডনিতে সমস্যা হওয়ার পর আপনার শরীর ঠিক কি কি সংকেত দিতে পারে তা একটু জেনে নিন।
•অতিরিক্ত ক্লান্তি
অতিরিক্ত ক্লান্তি কিডনি সমস্যার অন্যতম লক্ষণ। যদি দেখেন হঠাৎ করে ক্লান্ত অনুভব করছেন, তাহলে আপনাকে সতর্ক হতে হবে। কিডনিতে অসুবিধা হলে মস্তিষ্ক এবং পেশি গুলিতে অক্সিজেন ও পুষ্টি সরবরাহে নানান বাধা তৈরি হয়। যার কারণে আপনি অত্যন্ত ক্লান্ত বোধ করতে পারেন।
•শ্বাসকষ্ট
কিডনি মানব শরীরের তরল ভারসাম্য বজায় রাখে। যদি কিডনিতে কোন সমস্যা হয় তাহলে ফুসফুস দুর্বল হয়ে যাবে। যার কারণে শ্বাস নিতে কষ্ট হবে। এই সময় অনেকে বুকে ব্যথার সম্মুখীন হয়। তাই শ্বাসকষ্ট হলে বিষয়টি অবহেলা করবেন না।
• ফোলাভাব
যদি দেখেন মুখে, চোখে এবং পায়ে ফোলা ভাব আসছে তাহলে সাবধান। কিডনির প্রধান কাজ শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়া। যদি কিডনি ঠিকমতো কাজ না করে তাহলে শরীর থেকে বর্জ্য পদার্থ বার হবে না। যার কারণে শরীরের কোষগুলো জল এবং দূষিত পদার্থে প্রভাবিত হবে। তখন মুখ, পা এবং চোখের চারপাশে ফোলা ভাব আসতে পারে। যদি আপনার সাথে এটি ঘটে তাহলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন।
•প্রস্রাবের রং পরিবর্তন
যদি দেখেন হঠাৎ প্রস্রাবের রং পরিবর্তন হচ্ছে তাহলে এটি কিডনির সমস্যা হতে পারে। কিডনি প্রস্রাব তৈরি এবং রক্তকে ফিল্টার করতে সাহায্য করে। পাশাপাশি শরীর থেকে দূষিত পদার্থ বাইরে বের করে দেয়। যদি কিডনি সঠিক ভাবে কাজ না করে তাহলে প্রস্রাবের অসুবিধা হবে কিংবা রং বদলে যাবে। অনেক ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব হতে পারে পারে কিংবা প্রস্রাবের রক্ত দেখা দিতে পারে। এই ধরনের বিষয়কে একেবারেই অবহেলা করবেন না।
• শুষ্ক ত্বক
যদি দেখেন ত্বক শুষ্ক হয়ে গেছে কিংবা চুলকানির সমস্যা তৈরি হয়েছে তাহলে সাবধান। কারণ এটি কিডনি রোগের লক্ষণ। কিডনি ঠিক ভাবে কাজ না করলে রক্তের খনিজ এবং পুষ্টির ভারসাম্যহীনতা দেখা যায়, যার প্রভাব পড়ে ত্বকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম