Smoking: সাবধান! ধূমপানের ফলে বন্ধ্যাত্বের শিকার হতে পারেন মহিলারা, জানুন ক্ষতিগুলি

।। প্রথম কলকাতা ।।

Smoking:  ধূমপান মানুষের শরীরে কতটা মারাত্মক ক্ষতি করে সেকথা কারোরই অজানা নয়। তারপরেও যেন হুঁশ ফেরেনা মানুষের। শুধু পুরুষরাই নন বর্তমানে অনেক নারীরাও ধূমপানে আসক্ত। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে যখন সিগারেট খাওয়ার গড় প্রবণতা কমছে। তখন বিশ্বে অস্বাভাবিক হারে বেড়েছে নারী ধূমপায়ীর সংখ্যা।

ধূমপান নারী-পুরুষ সবার শরীরের জন্যই ক্ষতিকর। চিকিৎসকেরা বলছেন, সর্বনাশা এই নেশায় আসক্ত হওয়ায় শরীরের ওপর মারাত্মক প্রভাব পড়ে। তামাক সেবনের ফলে মানুষের শরীরে বাসা বাঁধে একাধিক রোগ। ধূমপান করলে মরণ রোগ ক্যানসার থেকে শুরু করে হার্টের রোগ, প্রেসার বেড়ে যাওয়া, ডায়াবেটিস প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে।

অনেকের মনেই একটা ধারণা তৈরি হয় যে ধূমপান করলে শুধুমাত্র ফুসফুসেই ক্ষতি হয়। আদতে কিন্তু তা নয়। নিকোটিন সেবন গোটা শরীরেই সমস্যা তৈরি করতে পারে। পুরুষের শরীরে যৌন জীবনে প্রভাব ফেলতে পারে ধূমপান। কমে স্পার্ম কাউন্ট, শুক্রাণুর গঠনেও সমস্যা তৈরি করে। হতে পারে ইরেক্টাইল ডিসফাংশন। কমিয়ে দেয় টেস্টোস্টেরন নিঃসরণ।

ধূমপানের ফলে মহিলারা বন্ধ্যাত্বের শিকারও হতে পারেন। মা যদি ধূমপায়ী হন তবে জন্মের সময় নবজাতকের সমস্যার সম্ভাবনা বেশি থাকে। ধূমপানের কারণে ভ্রূণের ফুসফুস সঠিকভাবে বিকশিত হয় না। গর্ভপাতের সম্ভাবনাও বেশি থাকে। ধূমপানের ফলে কিছু রাসায়নিক নারীর শরীরে প্রবেশ করে। যা খুবই বিপজ্জনক বলে প্রমাণিত হয়েছে। এটি তাদের প্রজনন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এই রাসায়নিকগুলো ডিম্বস্ফোটনের সম্ভাবনা কমিয়ে দেয়। বাচ্চারা জন্মের পরেও ধূমপান করতে মানা করা হয়। বাচ্চা যতদিন স্তনপান করে, ততদিন ধূমপান করলে বাচ্চার শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version